X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে আলোচিত মাশাল হত্যা মামলায় আরও দুইজনের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৪:০৬আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:১০
image

পাকিস্তানে ব্লাসফেমির গুজবেশিক্ষার্থী মাশাল খানকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে দোষী সাব্যস্ত করেছে সেদেশের সন্ত্রাস দমন আদালত। বুধবার (২০ মার্চ) ওই দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর তেহসিল কাউন্সির আরিফ খানও রয়েছেন। এদিন সাবির মায়ার ও ইজহার নামে অপর দুই সন্দেহভাজনকে খালাস দিয়েছে আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মাশাল খান
আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাশাল। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ২০১৭ সালের ১৩ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের জুনে ১৩ সদস্যের যৌথ তদন্ত দল তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়,মাশালের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। একে ব্যবহার করে মাশালের বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। ৫ মাসেরও বেশি সময় ধরে আদালতে শুনানি চলার পর ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ওই বিচার কার্যক্রম চলার সময় আরও চার অভিযুক্ত আদালতে অনুপস্থিত ছিল। বুধবার নতুন করে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে সন্ত্রাস দমন আদালত। বিচারপতি মেহমুদুল হাসান খাত্তাক এদিন আরিফ খান ও আসাদ নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। আর দুইজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত বছরের ৭ ফেব্রুয়ারি আদালত প্রধান আসামী আমরান আলির বিরুদ্ধে দুটি মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর মধ্যে পাকিস্তান পেনাল কোডের ৩০২ (বি) ধারায় একটি এবং এন্টি টেরোরিজম অ্যাক্ট-এর ৭(১)(এ) ধারায় একটি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আর বিলাল বাখশ, ফজল-ই-রাজিক, মুজিবুল্লাহ, ইশফাক খান এবং মুদাচ্ছির বশির এ পাঁচজনের বিরুদ্ধে  ঘোষণা করা হয় যাবজ্জীবন কারাদণ্ড।

হত্যার আগে মাশালের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার গুজব ছড়ানো হয়। গুজব সৃষ্টিকারীরা প্রচার করতে থাকেন, ধর্ম অবমাননা হলেও এ ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সেই গুজবের জেরেই গণপিটুনিতে মাশালকে হত্যা করা হয়। অভিযুক্তদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারী।

ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের অধিকার প্রশ্নে সরব ছিলেন মাশাল খান। নবনিযুক্ত ভিসিকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। যৌথ তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়,মাশালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পাখতুন স্টুডেন্টস ফেডারেশন (পিএসএফ) এর প্রেসিডেন্ট সাবির মায়ার এবং ওয়ালি খান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির প্রেসিডেন্ট আজমল এ পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করা হয়। তবে বুধবার সাবির মায়ার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!