X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ভারতের লোকসভা নির্বাচন

কংগ্রেস সমর্থিত ৬৮৭ ফেসবুক অ্যাকাউন্ট-পেজ বন্ধ

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ২১:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:০২

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভারতের ১৭তম লোকসভা নির্বাচনকে ঘিরে ‘ভুয়া খবর’ ছড়ানো বন্ধে উদ্যোগী হয়েছে ফেসবুক। এর অংশ হিসেবে ৬৮৭টি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব অ্যাকাউন্ট ও পেজগুলো দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ফেসবুক। তবে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বিষয়টি অস্বীকার করা হয়েছে।

কংগ্রেস সমর্থিত ৬৮৭ ফেসবুক অ্যাকাউন্ট-পেজ বন্ধ সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ও পেজগুলো একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হতো। ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার জানিয়েছেন, এই অ্যাকাউন্ট ও পেজগুলোর সঙ্গে কংগ্রেসের আইটি সেল জড়িত ছিল। তিনি জানান, এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করলেও ফেসবুকের রিভিউতে এর সঙ্গে কংগ্রেসের আইটি সেলের জড়িত থাকার বিষয়টি ধরা পড়েছে।

ন্যাথানিয়েল গ্লেইচার জানান, ওই অ্যাকাউন্ট, গ্রুপ বা পেজগুলো থেকে শেয়ার করা কনটেন্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অসত্য তথ্য ও পরিচয় দিয়ে খোলার কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যান্য ভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ফেসবুক অ্যাকাউন্ট-পেজের বিষয়েও সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। ন্যাথানিয়েল গ্লেইচার জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে।

কংগ্রেসের অফিসিয়ার টুইটার পেজের এক পোস্টে বলা হয়েছে, তাদের কোনও ভেরিফায়েড অ্যাকাউন্ট বা পেজ বন্ধ করেনি ফেসবুক। দলের আইটি সেলের কোনও কর্মকর্তার অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও দলের পক্ষ থেকে ফেসবুকের কাছে বন্ধ হয়ে যাওয়া পেজগুলোর তালিকা চাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি