X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিজেপি বনাম তৃণমূল: নির্বাচনি প্রচারণায় দৃশ্যমান বঙ্গীয় রাজনীতির অবমূল্যায়ন

আশীষ বিশ্বাস, কলকাতা
০৪ এপ্রিল ২০১৯, ০২:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:১২

কলকাতাভিত্তিক সিনিয়র কংগ্রেস নেতা ও প্রখ্যাত আইনজীবী অরুনাভ ঘোষ বেশ কিছুদিন ধরে গভীর অসন্তুষ্টির মধ্যে আছেন। এই হতাশার কারণ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তার দলের ঠিকে থাকার সংগ্রাম বা আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট না। তার পরিতাপের কারণ হলো: বঙ্গের রাজনীতি চরম দূরাবস্থার মধ্যে পৌঁছে গেছে। এই নেতার আশঙ্কা, বঙ্গের রাজনৈতিক সংস্কৃতির অবমূল্যায়ন নিয়ে দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করতে হলে বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যকার চলমান বাকযুদ্ধের বিষয়বস্তু ও শব্দচয়নে ভ্রষ্টাচার অবশ্যই পরিহার করতে হবে।

বিজেপি বনাম তৃণমূল: নির্বাচনি প্রচারণায় দৃশ্যমান বঙ্গীয় রাজনীতির অবমূল্যায়ন

অরুনাভ ঘোষ বলেন, '৩০ বছরের কম বয়সী বাঙালিদের বিশ্বাস করতে কষ্ট হবে যে আমরা শ্যামপ্রসাদ মুখার্জী, হিরেন মুখার্জী, জ্যোতি বসু, সোমনাথ লাহিরি, সিদ্ধার্থ শংকর রায়, জয়নাল আবেদিনের মতো পার্লামেন্টারিয়ান ছিলেন এই রাজ্য থেকে। তারা লোকসভা ও বঙ্গের অ্যাসেম্বলিতেই খ্যাতি অর্জন করেছেন। পুরাতন রেকর্ডে তাদের উচ্চ মানের বাগ্মিতা ও বিতর্কের বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। তারা পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে গভীর অনুসন্ধান ও জ্ঞান সহকারে নিয়ম মেনে তুলে ধরতেন, যা মানুষকে মুগ্ধ করতো। আর এখন আমরা কোথায়...।'

ঘোষের কথায় যুক্তি আছে। বেশির ভাগ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি তার সঙ্গে একমত হবেন। যে রাজনৈতিক বিতর্কের ঐতিহ্যের কথা তুলে ধরলেন ঘোষ তা সম্প্রতিক বঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বারাকপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মধ্যকার বাকযুদ্ধে লেশমাত্র নেই।

অর্জুন সিং কিছুদিন আগেও তৃণমূলের নেতা ছিলেন। স্থানীয়ভাবে দৃঢ়চেতা হিসেবে তার পরিচিতি রয়েছে এবং বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে তার সমর্থন রয়েছেন। উত্তর ভারতীয় দল বলে পরিচিত বিজেপিতে তিনি মাত্র কিছুদিন আগে যুক্ত হয়েছেন। কারণ হলো: বারাকপুরে তৃণমূল অর্জুন সিংয়ের বদলে প্রবীন নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনের ত্রিবেদীকে প্রার্থী মনোনীত করেছে।

তৃণমূলের আরও দুই সাবেক এমপি সৌমিত্র খান ও অনুপম হাজরা বিজেপিতে যোগ দিয়েছেন। উভয়েই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অর্জুন সিং নিন্দাবাদের মুখে পড়েছেন এবং তার অনুসারী ও সমর্থকেরা ধারাবাহিক পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। সৌমিত্র খানের বিরুদ্ধে পুরনো ঝুলে থাকা মামলা পুলিশ আকস্মিকভাবে সচল করেছে। তাকে অন্যের সহায়তায় নির্বাচনি প্রচারণা চালাতে হচ্ছে। কারণ কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তিনি সংসদীয় আসনে যেতে পারছেন না।

তবে অর্জুন সিংয়ের ক্ষেত্রে বঙ্গ প্রশাসন ও তৃণমূল সহজে পার পাচ্ছে না। পুলিশ যখন পুরনো অভিযোগে তার কয়েকজন সমর্থককে গ্রেফতার করে তিনি তখন কলকাতার উত্তরাঞ্চলীয় শহরতলীর স্থানীয় থানা কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখেন। এতে ব্যাহত হয় যান চলাচল। পুলিশ অবরুদ্ধ থাকে এবং তৃণমূলের বিরোধীদের দমনে যে আগ্রাসী ভূমিকায় থাকে তা প্রয়োগ করতে পারেনি। কারণ নির্বাচনপূর্ব পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও প্রশাসনের জন্য কঠোর শৃঙ্খলাবিধি আরোপ করেছে।

প্রথম ধাপে স্পষ্টতই জয়ী হন অর্জুন সিং।

দ্বিতীয় ধাপে মল্লিক ও সিং তিক্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন, অভিযোগ ও পাল্টা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। মল্লিক কোমল ভাষায় আক্রমণ করেননি, তিনি অর্জুনের বিরুদ্ধে পুরনো দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন, যে দল তাকে কাজের জন্য বড় ধরনের পুরস্কার দিয়েছে। তিনি অর্জুন সিংকে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগে অপসারণের হুমকি দেন। এই পদে অর্জুনের বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আরও খারাপ হলো, খানের মতোই অর্জুনের বিরুদ্ধে থাকা পুরনো মামলা সচল হবে। উত্তর ২৪ পরগণার সিনিয়র তৃণমূল নেতা হিসেবে ক্ষমতা দেখিয়ে কথা বলেছেন মল্লিক।

বিরোধী বিজেপি, কংগ্রেস ও সিপিআই (এম) দলের নেতারা বলছেন, এসব অভিযোগের মধ্য দিয়ে মল্লিক তৃণমূলের বিরুদ্ধে পুরনো অভিযোগ প্রতিষ্ঠিত করলেন। এতে প্রমাণ হয়, দলটি নেতা ও সমর্থকদের দুর্নীতি প্রশ্রয় দিয়েছে। কিন্তু বিরোধী ও ভিন্নমতালম্বীদের দমনে মিথ্যা মামলা দিয়ে প্রশাসনের অপব্যবহার করেছে।

অবশ্য, দ্বিতীয় পর্বের লড়াই প্রথম পর্বের চেয়ে সহজে জিতেছেন অর্জুন সিং। তিনি মল্লিককে শুয়োরের সঙ্গে তুলনা করেন। এরপর তিনি খাদ্য মন্ত্রীকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দেন। দাবি করেন,  খাদ্য অধিদপ্তরে মল্লিকের সময়কার অব্যবস্থাপনার অডিট রিপোর্ট রয়েছে তার কাছে। যেগুলো কখনও প্রকাশ করা হয়নি।

অর্জুনের তুরুপের তাস তখনও বাকি ছিল। তিনি মল্লিকের বিরুদ্ধে ২০০ মিলিয়ন রুপি জমা করার অভিযোগ আনেন। কেন্দ্রীয় সরকারের কালো টাকা সাদা করার সুযোগে এই অর্থ জমা করেন মল্লিক। এই সুযোগের সুবিধা ছিল, আত্মসমর্পন করা অর্থের ৪০ শতাংশ কর হিসেবে কেন্দ্রীয় সরকার রেখে দিত। কিন্তু অর্থের উৎস সম্পর্কে কোনও প্রশ্ন তোলা হতো না। অর্জুনি সিংয়ের প্রশ্ন, মল্লিক এতো অর্থ কোথা থেকে আয় করলেন, কবে এবং কীভাবে তার কাছে এলো।

অনেক দিন পেরিয়ে গেছে। মল্লিক বা তৃণমুল নেতাদের কাছ থেকে এই বিষয়ে কোনও উত্তর আসেনি। যদিও তৃণমূলের নেতারা ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতা কিংবা বলিউড তারকার বিয়ে নিয়ে মন্তব্য করতে বাদ ছাড়েন না। প্রকৃতপক্ষে, সিং ও তার কর্মকাণ্ড নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন মল্লিক। দ্বিতীয় পবেও জয়ী হলেন অর্জুন এবং তৃণমূলকে স্পষ্টভাবে ভীতিগ্রস্থ দেখাচ্ছে।

বেশির ভাগ বিশ্লেষকের স্বাভাবিক জিজ্ঞাসা, বঙ্গ কীভাবে শাসিত হবে এবং কোন মানুষেরা তা শাসন করবেন। নির্বাচন-পূর্ব হয়রানিমূলক বাগাড়ম্বরের চেয়ে রাজ্যের রাজনীতিতে বড় ধরনের অসুস্থতার লক্ষ্মণ বিদ্যমান।  

নির্বাচনি প্রচারণায় সাম্প্রদায়িক মেরুকরণ ঘটার কথাও স্বীকার করতেই হবে। এক সাক্ষাৎকারে বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা মনে করিয়ে দিয়েছেন যে, শান্তিপূর্ণ ভোটারদের মধ্যে ইসলামি জঙ্গিদের দিয়ে আতঙ্ক ছাড়ানোর চেষ্টা করবেন তৃণমূল নেতারা। রাহুল সিনহা বলেন, ‘আমি কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রকাশ্যে বলা কথা উল্লেখ করছি। তারা শহরের একাংশকে মিনি-পাকিস্তান হিসেবে উল্লেখ করেছিলেন।’  হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, কলকাতা ও বঙ্গকে পাকিস্তানে পরিণত করার তীব্র প্রতিরোধ করবে বিজেপি।  কয়েক বছর আগে পাকিস্তানি প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানাতে এই মন্তব্য করেছিলেন হাকিম।

২৩ তে ভোট গণনার দিন পরিস্থিতি কেমন হবে তা এতো আগে বলা মুশকিল। কিন্তু যদি সকাল দিনের পূর্বাভাস হয় তাহলে বঙ্গের নির্বাচন-পূর্ব প্রচারণা বিশ্লেষকদের খুশি করতে পারেনি।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ