X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘হামলা’র বিস্তারিত বিবরণ হাজির করলো আইএস

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২৩:৪৬

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস’র দেওয়া প্রথম বিবৃতিতে হামলার বিস্তারিত ছিল না। পরে ছবি-সংবলিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে হামলার বিস্তারিত বিবরণ হাজির করেছে তারা। আমাক নিউজ এজেন্সি খ্যাত আইএস’র প্রচারণামাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে ‘হামলাকারী’দের পরিচয় হাজির করা হয়েছে। তারা কে কোথায় হামলা চালিয়েছে, তা আলাদা  করে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে ৭ হামলাকারীর নামোল্লেখ করা হলেও ছবি দেওয়া হয়েছে আটজনের। আমাক-এ প্রচারিত এক ভিডিও সূত্রে এশিয়া টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে একই নামে দুই ব্যক্তি থাকায় নাম আর ছবির সংখ্যায় এই অসামঞ্জস্য।

‘হামলা’র বিস্তারিত বিবরণ হাজির করলো আইএস রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। মঙ্গলবার প্রথমে কোনও প্রমাণ ছাড়াই 'আমাক'-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

এরপর আইএস’র দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘পরশুদিন আক্রমণকারী বাহিনীর ভাইয়েরা কয়েকটি গির্জা ও হোটেলে হামলা চালিয়েছে, যেখানে ক্রুসেডার কোয়ালিশনের নাগরিকরা উপস্থিত ছিলেন।’ ক্রুসেডার কোয়ালিশন বলতে ইরাক ও সিরিয়ায় নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে ইঙ্গিত করে থাকে আইএস। সম্প্রতি সিরিয়ায় ওই জোটের পক্ষ থেকে আইএস’র খেলাফতের অবসান ঘোষণা করা হয়েছে।

প্রথম বিস্ফোরণটি হয়েছিল কলম্বোর কোচিচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চে। আইএস’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই আবু হামজা কলম্বো শহরের সেন্ট অ্যান্থনি’স চার্চে হামলা চালিয়েছে। যুদ্ধবাজ খ্রিস্টানদের ভিড়ের মাঝখানে গিয়ে নিজের গায়ে থাকা বিস্ফোরক ভেস্টটির বিস্ফোরণ ঘটিয়েছে সে।’ খ্রিস্টানদের অবজ্ঞা করে যুদ্ধবাজ খ্রিস্টান কথাটি বলে থাকে তারা।

দ্বিতীয় হামলাটি চালানো হয় সেন্ট সিবাস্তিয়ান চার্চে। বিবৃতিতে সেই হামলা নিয়ে বলা হয়, ‘ভাই আবু খলিল নোগোম্বো শহরে সেন্ট সেবাস্তিয়ান চার্চে যায় এবং বিধর্মী আচার উদযাপনকারীদের ওপর বিস্ফোরক জ্যাকেট বিস্ফোরিত করে হামলা চালায়।’

তৃতীয় বিস্ফোরণ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাই আবু মুহাম্মদ বাট্টিচালোয়ার জিওন চার্চে গিয়েছিল। সেখানে সে বিস্ফোরক বেল্ট দিয়ে হামলা চালিয়েছে।’

অপরাপর হামলাগুলোর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘ভাই আবু উবাইদা, আবু বারা ও আবু মুখতার চিন্নামোন শহরের সাংগ্রি লা হোটেল ও কলম্বোর কিংসবারি হোটেলে কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এরপর তারা তাদের গায়ে থাকা বিস্ফোরক ভেস্ট বিস্ফোরিত করে ক্রসেডারদের বিরুদ্ধে হামলা চালায়। দেমাতাগোদা শহরে ভাই আব্দুল্লাহ পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের তিনজনকে হত্যা করে।’

বিবৃতির পর প্রচারিত আইএস’র ভিডিওকে উদ্ধৃত করে এশিয়া টাইমস জানিয়েছে, আটজনের মধ্যে দুই হামলাকারীর নাম একই। তাদের নাম আবু মুখতার। আর সে কারণেই সাতজনের নাম ও আটজনের ছবি সংক্রান্ত অসামঞ্জস্য তৈরি হয়ে থাকতে পারে।

বিবৃতিতে ওই হামলাকে ‘পবিত্র হামলা’ আখ্যা দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত