X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ হামলার ‘মূলহোতা’ হাশিম বিস্ফোরণে নিহত হয়েছে: লঙ্কান প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৭

শ্রীলঙ্কার আত্মঘাতী সিরিজ বোমা হামলার সন্দেহভাজন মূলহোতা জাহরান হাশিম মোহাম্মদ ওরফে কাশিম মোহাম্মদ জাহরান সাংগ্রি-লা হোটেলের বিস্ফোরণে নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। জাহরান হাশিম দেশটির উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে)-এর শীর্ষ নেতা। শুক্রবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিরিজ হামলার ‘মূলহোতা’ হাশিম বিস্ফোরণে নিহত হয়েছে: লঙ্কান প্রেসিডেন্ট

 

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিহতের সংখ্যা আরও কম বলে জানায় দেশটি। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় নিহত হয়েছেন ২৫৩ জন। ১০০ জনেরও বেশি নিহত কমিয়ে আনার ব্যাপারে সরকারের দাবি, গণনায় ভুল ও নিহতের পরিচয় উদঘাটন জটিলতায় তারা ৩৫৯ জনের প্রাণহানির কথা বলেছিলেন।

লঙ্কান কর্তৃপক্ষ হামলার জন্য স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে দায়ী করে আসছে। লঙ্কান গোয়েন্দারা হাশিমকে হামলার মূলহোতা হিসেবে চিহ্নিত করার দাবি করেছে। শ্রীলঙ্কার সরকার হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-কে হামলার জন্য দায়ী না করলেও সংগঠনটি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। আইএস-এর ছবি সম্বলিত বিবৃতিতে হামলাকারী হিসেবে যে ৮ জনের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একমাত্র হাশমিকেই দেখা গেছে মুখ খোলা অবস্থায়। আইএস-ও তাকে মাস্টারমাইন্ড হিসেবে হাজির করেছে।

সাংবাদিকদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, ইস্টার সানডে’তে হোটেল সাংগ্রি-লাতে যে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে তাতে হামলার সন্দেহভাজন মূলহোতা জাহরান হাশিম মারা গেছে। রাজধানী কলম্বোতে এই হোটেলে আত্মঘাতী ছিল জাহরান হাশিম।

প্রেসিডেন্ট আরও জানান, পর্যটকদের কাছে জনপ্রিয় এই হোটেলে হামলার নেতৃত্বে ছিল হাশিম। তার সঙ্গে ছিল আরেক আত্মঘাতী। যাকে সরকার ইলহাম হিসেবে চিহ্নিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, সাংগ্রি-লা হোটেলে বোমা হামলায় হাশিমের ভূমিকার বিস্তারিত কিছু জানানি।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নিজের সম্প্রদায়ের মধ্যে বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হাশিম। অন্য মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। আইএসপন্থী সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক বছরে অমুসলিমদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়ে হাজার হাজার অনুসারী জোগাড় করেছে সে।

শ্রীলঙ্কার মুসলিম কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিলমি আহমেদ দ্য টেলিগ্রাফকে বলেছেন, হাশিমের উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে তিন বছর ধরে কর্মকর্তাদের সতর্ক করে আসছিলেন তিনি। হাশমি তার কোরআন শিক্ষা ক্লাসে তরুণদের উগ্রবাদে আকৃষ্ট করছিলো বলে কর্মকর্তাদের জানিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের কাছে সিরিসেনা আরও দাবি করেছেন, পুলিশ ও প্রতিরক্ষা প্রধানরা হামলার আশঙ্কা সম্পর্কে তাকে আগে থেকে কিছু জানায়নি। হামলার আগাম তথ্য থাকার পরও তা প্রতিহত করার ব্যর্থতা নিয়ে যখন তীব্র সমালোচনা হচ্ছে, সেই সময় তিনি এমন মন্তব্য করলেন। এর আগেই হামলা ঠেকানোর ব্যর্থতা প্রশ্নে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দ্বন্দ্বের খবর সামনে এসেছিল।

প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, লঙ্কান তরুণরা ২০১৩ সাল থেকেই সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তাসহ পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য হামলার কোনও তথ্য তাকে দেওয়া হয়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ