X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে উত্তেজনা: ইরাক থেকে সরকারি কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ১৬:২১আপডেট : ১৫ মে ২০১৯, ১৬:২৫
image

জরুরি কাজে নিয়োজিত নন, এমন সরকারি কর্মকর্তাদেরকে ইরাক থেকে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত বাহিনীগুলোর হুমকি-ধামকি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার বার উদ্বেগ জানানোর পর বুধবার (১৫ মে) এ নির্দেশ দেওয়া হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাগদাদ
ইরানকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারটিকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ট্রাম্প প্রশাসন। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর চাপ বৃদ্ধি অব্যাহত রাখার ধারাবাহিকতায় গত সপ্তাহে উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করে ওয়াশিংটন। রবিবার (১২ মে) আমিরাতের উপকূলে চারটি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মার্কিন তদন্তকারীদের বিশ্বাস ইরান অথবা তাদের সমর্থিত কোনও গ্রুপ এই বিস্ফোরণের সাথে জড়িত। তবে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর তেহরান বিস্ফোরণে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

চলমান উত্তেজনার মধ্যে ইরাকে থাকা মার্কিন সেনাদের প্রতি ইরানের হুমকি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৪ মে) মার্কিন সেনাবাহিনী নতুন করে এ নিয়ে উদ্বেগ জানায়। ইরান একে আখ্যা দিয়েছে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে।

বুধবার (১৫ মে) বাগদাদের মার্কিন দূতাবাস ও ইরবিলের মার্কিন কনস্যুলেট থেকে কর্মীদের ফিরে আসার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্মীদেরকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এ দুই অফিসে স্বাভাবিক ভিসা সেবা সাময়িক বন্ধ থাকবে।’ তবে ঠিক কতজন কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, জরুরি কাজে নিয়োজিত না থাকা কর্মীদেরকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নিরাপত্তাজনিত মূল্যায়নের ভিত্তিতে। তবে এর আওতায় ঠিক কতজন কর্মী দেশে ফিরবেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকারি কর্মী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। সুরক্ষা দেওয়ার সক্ষমতা নিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। তবে এ হুমকি গুরুতর এবং আমরা ক্ষতির ঝুঁকি কমাতে চাই।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। রাশিয়া সফরে পম্পেও বলেন,ইরানের কাছ থেকে ‘স্বাভাবিক দেশের’ আচরণ চায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন হলে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ কোনও যুদ্ধ চায় না।

মঙ্গলবার (১৪ মে) ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি বলেন, পারস্পরিক হুমকি-ধামকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের কাছ থেকে ‘সব কিছু ভালোভাবে শেষ হওয়া’র আশ্বাস পেয়েছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ