X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলকাতার একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ নির্বাচন কমিশনের

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১৬:৪০আপডেট : ২১ মে ২০১৯, ১৬:৪২

জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত কলকাতা উত্তর কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সংস্কৃত কলেজের ওই বুথে আগামীকাল ২২ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

কলকাতার একটি বুথে পুনর্নির্বাচনের আদেশ নির্বাচন কমিশনের সোমবার নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ মে ভোটগ্রহণের পরে  কলকাতা উত্তর কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং নির্বাচনি পর্যবেক্ষক কমিশনের কাছে যে রিপোর্ট পাঠিয়েছেন, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। জোড়াসাঁকো বিধানসভার অর্ন্তগত ২০০ নম্বর বুথে, সংস্কৃত কলেজের ভোটকেন্দ্রে বুধবার ফের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের সময়সীমা অপরিবর্তিত থাকবে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কলকাতা উত্তর কেন্দ্রের একাধিক বুথে অনিয়মের অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেলগাছিয়া, কাশীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বোস ঘোষ সন্ত্রাসের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছিলেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি শিবিরও। একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিজেপিপ্রার্থী রাহুল সিনহা। রাহুলকে ঘিরে বিক্ষোভও দেখায় তৃণমূল কর্মীরা। দুপুরে পোস্তা এলাকার কাছে রবীন্দ্র সরণিতে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।

আগামী ২৩ মে পশ্চিমবঙ্গের ৪২টি আসনসহ ভারতজুড়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। তার ঠিক আগের দিন জোড়াসাঁকো কেন্দ্রের একটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতোমধ্যেই সামনে এসেছে বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের এক্সিট পোলের ফলাফল। অধিকাংশ এক্সিট পোলেই বিজেপি-র নেতৃত্বে ফের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও বিজেপি-র আসনবৃদ্ধির ইঙ্গিত মিলেছে। যদিও এক্সিট পোলের ফলাফলকে গুরুত্ব দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা।

/এমপি/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!