X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আগেই বলেছিলাম ৩০০-এর বেশি আসন পাব: মোদি

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৯, ০৯:৪১আপডেট : ২৭ মে ২০১৯, ১১:৩৯
image

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসার ঘটনাকে দায়িত্ব বেড়ে যাওয়া হিসেবেই দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনি সাফল্যের পর রবিবার (২৬ মে) আহমেদাবাদের এক জনসভায় তিনি বলেন সাধারণ মানুষ যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের চাহিদা পূরণ করতে হবে।  মোদি আরও বলেন, লোসভা নির্বাচনে দল ৩০০ এর বেশি আসন পাবে বলে তিনি যে আভাস দিয়েছিলেন তা সত্যি হয়েছে। 


মোদি
সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে মোদির দল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা আরও বাড়িয়েছে দলটি। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া এ দল এবার পেয়েছে ৩০৩টি আসন। আর কংগ্রেস পার্টি আগেরবারের চেয়ে ৮টি আসন বেশি পেলেও পার্লামেন্টে প্রধান বিরোধী দল হওয়ার মতো প্রয়োজনীয় আসন পূরণ করতে পারেনি। পার্লামেন্টে প্রধান বিরোধী দল হওয়ার জন্য একটি দলকে মোট আসনের অন্তত ১০ ভাগ আসনে জিততে হয়। বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। আর তার আগেই আহমেদাবাদে জনসভা করেছেন তিনি।

সভায় মোদি বলেন, ‘গুজরাটের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আমার কাছে সব সময় বিশেষ। আমি এবারও এখানে দর্শন করতে এসেছি।’ 

সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার সময় মোদি বলেছিলেন আসন সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। রবিবার সে প্রসঙ্গ টেনে মোদি বলেন, আমি যখন বলেছিলাম ৩০০ আসন পাব সে সময় অনেকেরই তা বিশ্বাস হয়নি। কিন্তু ফলেই  সব স্পষ্ট হয়ে গেছে।

মোদি আরও জানান, আগামী পাঁচ বছর ‘জন ভাগিদারী এবং জনচেতনা' এই দুটি বিষয়কে সামনে রেখেই পরিচালিত হবে তার সরকার।

আহমেদাবাদে জনসভা করার আগে গান্ধীনগরের বাড়িতে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তার কাছ থেকে আশির্বাদ নেন। আগেই এই বিষয়টি টুইটারে জানিয়েছিলেন তিনি। 

/এফইউ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার