X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জনগণকে আতঙ্কে রেখে ক্ষমতায় থাকতে চান মাদুরো: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৪:০১

ভেনেজুয়েলার সরকার জনমনে আতঙ্ক তেরি করে এবং বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে জানিয়েছে জাতিসংঘ। ভেনেজুয়েলাকে অর্থনৈতিক, সামাজিক, নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘনের এই পরিস্থিতি থামানোর আহ্বান জানায় সংস্থাটি।

জনগণকে আতঙ্কে রেখে ক্ষমতায় থাকতে চান মাদুরো: জাতিসংঘ

২০১৫ সাল থেকে খাবার  ও চিকিৎসার অভাবে সৃষ্ট মানবিক সংকট থেকে বাঁচতে ৪০ লাখ ভেনেজুয়েলান দেশত্যাগে বাধ্য হয়েছে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করবে না।

শুক্রবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে প্রকাশিত এই প্রতিবেদন তৈরির জন্য ৫৫৮টি সাক্ষাতার নেওয়া হয়েছে। গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিলো ৫ হাজার ২৮৭ জন। আর চলতি বছর এখন পর্যন্ত এই সংখ্যা ১৫৬৯ জন।  এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, পুলিশ অপরাধীদের আটক করে গুলি করে এবং ঘটনা এমনভাবে উপস্থাপন করে যেন মনে হয় আসামি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলো।  বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা্র বিস্ময়কর।

জাতিসংঘ জানায়. তারা দেখেছে যে কিভাবে স্পেশাল অ্যাকশন ফোর্সেস অপরাধকে সাজায়। তারা নিজেরাই অস্ত্র রেখে দিয়ে গুলি চালায় এবং দাবি করে তাদের ওপর গুলি চালানো হয়েছিলো।

এছাড়া ওই প্রতিবেদনে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কথাও তুলে ধরা হয়। সরকারের বিচারব্যাবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। জাতিসংঘ জানায়, দেশটিতে খাবারও স্বাস্থ্য অধিকারসহ সামাজিক ও অর্থনৈতিক অধিকার যে ক্ষুন্ন হচ্ছে সেটা বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ রয়েছে।

এখনও এই প্রতিবেদনের কোনও জবাব দেননি নিকোলাস মাদুরো সরকার। তবে এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি।  

/এমএইচ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত