X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কর্নাটক সরকারে ভাঙন অব্যাহত, কংগ্রেস ও জেডি(এস) মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ১৬:১৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৬:৩৪
image

তৃতীয়দিনের মতো ভারতের কর্নাটক রাজ্য সরকারের অভ্যন্তরে অস্থিরতা চলমান রয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে পদত্যাগ করছেন শাসক জোটের শরিক দল কংগ্রেসের ২১ মন্ত্রী। আর এরপর জেডিএস-এর মন্ত্রীরাও ইস্তফা দিয়েছেন। তাদের সবার পদত্যাগপত্র যদি স্পিকার মঞ্জুর করেন, তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে কংগ্রেস-জেডি(এস) জোট সরকার। চলমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কর্নাটক সরকারের মন্ত্রিপরিষদকে নতুন করে সাজানো হবে।  

নির্দলীয় মন্ত্রী নাগেশ গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন
শনিবার (৬ জুলাই) ১০ কংগ্রেস এবং ৩ জেডিএস বিধায়ক স্পিকারের কাছে   তাদের পদত্যাগপত্র জমা দিলে ভাঙনের মুখে পড়ে কর্নাটক রাজ্যের জোট সরকার। এরপর শুরু হয় একের পর এক পদত্যাগের হিড়িক। যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার দেশে ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। ১৩ মাসের সরকারকে বাঁচাতে রবিবার (৭ জুলাই) রাতে শরিকদের নিয়ে বৈঠক করেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনও সমাধানে পৌঁছাতে পারেননি তারা।

সোমবার ২১ জন কংগ্রেস মন্ত্রী ও জেডি(এস) এর সব মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এদিন জোট সরকারে থাকা নির্দলীয় বিধায়ক নাগেশও তার সমর্থন প্রত্যাহার করে নেন। রাজ্যপালকে চিঠি দিয়ে তিনি জানান, কুমারাস্বামীর সরকারের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন। বিজেপি থেকে সরকার গড়ার ডাক পেলে তিনি সমর্থন দেবেন বলেও আশ্বাস দেন। এর মধ্য দিয়ে বিধানসভায় কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস-জেডিএস জোট।

অভিযোগ উঠেছে, কর্নাটকে বিজেপি-ই সরকার ভাঙার ছক কষেছে৷ তার জেরেই একের পর এক বিধায়ক ইস্তফা দিচ্ছেন। এ ধরনের অভিযোগের জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ পার্লামেন্টে রাজনাথ দাবি করেন, 'কর্নাটকের সংকটের সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই৷'

রাজনাথ বলেন, 'আমাদের দল কোনও বিধায়কের উপর চাপ সৃষ্টি করেনি। ইস্তফার হিড়িক শুরু করেছেন রাহুল গান্ধী৷' 

/এফইউ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার