X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যেভাবে ইসরায়েলি বাহিনীর ওপর নজরদারি চালাচ্ছে হামাস!

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৯, ২৩:১৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৯:৪৮

দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর নজরদারি চালাচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। এমনটাই দাবি করছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। এতে দাবি করা হচ্ছে, জনপ্রিয় মেসেজিং আ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দখলদার বাহিনীর ওপর  নজরদারি বা গুপ্তচরবৃত্তি চালাচ্ছে হামাস। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

যেভাবে ইসরায়েলি বাহিনীর ওপর নজরদারি চালাচ্ছে হামাস!

গাজা উপত্যকার সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের টার্গেট করে এ নজরদারি চালানো হচ্ছে। এতে হামাসের সাইবার টিমের সদস্যরা নিজেদের ইসরায়েলি নাগরিক হিসেবে উপস্থাপন করে সেনাদের সঙ্গে যোগাযোগ করে। কখনও নজরদারির মাধ্যমে পাওয়া কিছু তথ্য-উপাত্ত, বাহিনীর অন্য সদস্যদের গতিবিধিও তাদের সঙ্গে শেয়ার করা হয়।

ইসরায়েলি বাহিনীর এক সদস্য জানিয়েছেন, তিনি একটি বার্তা পেয়েছেন যেখানে তার ব্রিগেডের আগামী কয়েক মাসের মহড়া ও অভিযানের তারিখ জানতে চাওয়া হয়েছে। এসব মহড়া ও অভিযানের উদ্দেশে কখন তারা স্টেশন ত্যাগ করবেন তাও জানতে চাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ বার্তায়।

ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানান, শত্রুদের কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়ায় তাদের গতিবিধি সম্পর্কে সেনাবাহিনী সজাগ রয়েছে। আমরা সামরিক ও বেসামরিক সব নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

হামাসের তরফ থেকে অবশ্য ইসরায়েলি সংবাদমাধ্যমের এমন দাবির ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে দেশটি। ভূমির অধিকার রক্ষায় প্রতিরোধ গড়ে তোলা মুক্তিকামী ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞসহ নানা ধারার নিপীড়ন চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলি দখলদারিত্বের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস। গত মে মাসের প্রথম সপ্তাহেই হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকা থেকে ইসরায়েলে শতাধিক রকেট হামলা চালানো হয়। যদিও এর বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয় তেল আবিব।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ