X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১৩:০৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:২৫
image

পাকিস্তানে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। বুধবার (১৭ জুলাই) নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের রুলে বলা হয়েছে, কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তান সামরিক আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আগে পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। যাদবকে কনস্যুলার সুবিধা না দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও রুলে উল্লেখ করা হয়েছে।

কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত
২০১৬ সালের ৩ মার্চ কুলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১০ এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কুলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন। ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাকে অপহরণ করেছে। কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে ১৬ বার অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি পাকিস্তান। ২০১৭ সালের ৮ মে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হয় ভারত। জাতিসংঘের আদালতের রায় আসার আগেই পাকিস্তান তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা করছিল দেশটি। ওই বছরের ১৮ মে আন্তর্জাতিক আদালতের ১১ জন বিচারপতিবিশিষ্ট ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সেনা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানানো হয়।

বুধবার কুলভূষণের মামলা নিয়ে আবারও আন্তর্জাতিক আদালতে শুনানি হয়। আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট সোমালিয়ার বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফের নেতৃত্বাধীন বেঞ্চ জানান, ভারতের আর্জি গ্রহণযোগ্য। পাকিস্তান ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে। ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে। তার আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থাও করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে তার মৃত্যুদণ্ডের আদেশ। তবে কুলভূষণকে মুক্তি দেওয়া বা তাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে ভারতের আর্জি মানতে রাজি হয়নি দ্য হেগের আদালত। ১৬ সদস্যের বেঞ্চের ১৫ জন সদস্য এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন শুধু পাকিস্তানি বিচারপতি তাসাদুক হুসেন জিলানি।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি