X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘আজাদ কাশ্মিরও ভারতের অংশ, এর নিয়ন্ত্রণ প্রত্যাশা করে দিল্লি’

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরও ভারতের অংশ। একদিন আক্ষরিক অর্থেই দিল্লি অঞ্চলটির নিয়ন্ত্রণ প্রত্যাশা করে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ‘আজাদ কাশ্মিরও ভারতের অংশ, এর নিয়ন্ত্রণ প্রত্যাশা করে দিল্লি’
এস জয়শঙ্কর বলেন, জম্মু-কাশ্মির সম্পর্কে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে।

২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা তুলে দিয়ে তথা কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় ভারতের মোদি সরকার। সরকারি বাহিনীর লাখ লাখ সদস্য মোতায়েন করে ঘিরে ফেলা হয় পুরো উপত্যকা। সেখানে ব্যাপক ধরপাকড় ও সরকারি বাহিনীর তাণ্ডবের মতো বিষয়গুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, মানুষের নিজের মতবাদ প্রকাশের অধিকার রয়েছে। আমি খুব কম এ রকম খবর দেখেছি যেখানে বলা হয়েছে, ৩৭০ ধারা ছিল একটি অস্থায়ী আইন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মির নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ সাল থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে। কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং তারা যা বলা প্রয়োজন সেটাই বলে।

আগামী রবিবার যুক্তরাষ্ট্রের হাউস্টনে হাউডি মোদি অনুষ্ঠান প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, এটা শুধু পাকিস্তান নয়...হাউস্টনের অনুষ্ঠান দেখবে গোটা বিশ্ব। তারা দেখবে আমেরিকায় থাকা ভারতীয়রা কী পেয়েছে। অনেক কিছু বার্তা থাকবে সেখানে।

তিনি বলেন, পাকিস্তান ততক্ষণ পর্যন্ত একটি অন্যতম চ্যালেঞ্জ হয়ে থাকবে, যতক্ষণ না তারা সফলভাবে সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে এবং একটি স্বাভাবিক প্রতিবেশী হয়ে উঠছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা দুনিয়ায় এমন একটি দেশ কি আছে, যারা পররাষ্ট্রনীতি হিসেবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।

তিনি বলেন, পাকিস্তান শুধু কথা বলছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিছুই করছে না। আমাদের অবস্থান স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। তাদের আচরণ বিপথগামী ও অস্বাভাবিক।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?