X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এবার উত্তর প্রদেশ থেকে ‘অবৈধ বাংলাদেশি’দের বিতাড়নের উদ্যোগ!

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১১:১০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:১০

ভারতীয় রাজ্য উত্তর প্রদেশের পুলিশকে ‘বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের’ শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ প্রধান জানিয়েছেন, কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষার পর যারা অবৈধ বলে বিবেচিত হবেন, তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলছে, এই নির্দেশকে অনেকে আসামের এনআরসির উত্তর প্রদেশীয় সংস্করণ হিসেবে দেখছেন। তবে পুলিশের দাবি, এনআরসি নয় বরং নিরাপত্তার খাতিরেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এবার উত্তর প্রদেশ থেকে ‘অবৈধ বাংলাদেশি’দের বিতাড়নের উদ্যোগ!

কয়েক দফায় খসড়া তালিকা প্রকাশের পর গত ৩১ আগস্ট (শনিবার) স্থানীয় প্রকাশিত হয় ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। গত মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের এনআরসি প্রশংসা করে বলেছিলেন, প্রয়োজন হলে তার রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেবেন। সেই বক্তব্যের ধারাবাহিকতায় উত্তর প্রদেশে বাংলাদেশি শনাক্তের নির্দেশনা জারি হলো।

উত্তর প্রদেশ পুলিশকে রেল, বাস স্টেশনসহ পরিবহন কেন্দ্রগুলোতে এবং জেলাগুলোর আশপাশের বসতিগুলোতে চিরুনি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন যে কারও নথিপত্র পরীক্ষা করে দেখারও আদেশ দেওয়া হয়েছে তাদেরকে। বৈধ কাগজপত্র বলতে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টকে বোঝানো হয়েছে বলে জানায় পুলিশ।

কথিত ‘বিদেশিদের’ জন্য ভুয়া নথিপত্র তৈরিতে সহায়তা করেছেন, এমন সরকারি কর্মকর্তাদের খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। সব শ্রমিকের পরিচয়ের প্রমাণ রাখা তাদের দায়িত্ব বলে নির্মাণ কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে পুলিশ।

বাংলাদেশি শনাক্তের নির্দেশকে অনেকে আসামের মতো করে এনআরসি’র উদ্যোগ হিসেবে দেখলেও উত্তর প্রদেশ পুলিশের দাবি, বাংলাদেশি খোঁজার সঙ্গে এনআরসির কোনও সংশ্লিষ্টতা নেই। রাজ্য পুলিশের মহাপরিচালক ওম প্রকাশ সিং জানান, বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করা হবে। তাদের অনুমতি না থাকলে দেশে ফেরত পাঠানো হবে। পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘বতর্মান পরিস্থিতিতে আমরা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে চাই। তাই বাংলাদেশিসহ অন্যান্য বিদেশিদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছি।’

 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
সর্বশেষ খবর
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অননুমোদিত স্টিকারে ৩৬৩ মামলা, দুই হাজার গাড়ি ডাম্পিং: ট্রাফিক পুলিশ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি