X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে হস্তক্ষেপ করতে ট্রাম্পকে বারণ করেছেন মোদি: অমিত শাহ

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৬:৪৬আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৬:৫০

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ইস্যু আর এতে ট্রাম্পের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। শুক্রবার মহারাষ্ট্রের বুলধানা শহরে এক নির্বাচনি সমাবেশে একথা জানান অমিত শাহ। কাশ্মির ইস্যুতে হস্তক্ষেপ করতে ট্রাম্পকে বারণ করেছেন মোদি: অমিত শাহ

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। ভারতের ওপর চাপ প্রয়োগ করতে কূটনৈতিক তৎপরতা জোরালো করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। আর কাশ্মিরকে বরাবর নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে আসছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মির ইস্যুতে দুই দেশের মধ্যে মধ্যস্ততার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবারের নির্বাচনি সমাবেশে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘বহু বছর ধরেই আমাদের অবস্থান হলো, আমরা কাশ্মিরে কোনও ধরনের হস্তক্ষেপ সহ্য করব না। যদি কোনও দেশ কাশ্মির নিয়ে কথা বলার চেষ্টা করে, তাহলে আমরা বলি যে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোন বা যেই হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে বলেছেন, কাশ্মির আমাদের অভ্যন্তরীণ বিষয় আর আপনার এতে হস্তক্ষেপ করার দরকার নেই’।

অমিত শাহ বলেন, কংগ্রেস ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোটারদের উচিত কাশ্মির ইস্যুতে তাদের কাছে তাদের অবস্থান জানতে চাওয়া। তিনি আরও বলেন, কাশ্মিরকে ভারতে অঙ্গীভূত করার ক্ষেত্রে বড় বাধা ছিল ৩৭০ ধারা। গত ৭০ বছরে কোনও প্রধানমন্ত্রী এই ধারা বাতিলের সাহস দেখাননি কিন্তু নরেন্দ্র মোদি তা দেখিয়েছেন।

আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচন। এতে বিজেপি শিব সেনার সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিচ্ছে। আর বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস ও এনসিপি জোট। আগামী ২৪ অক্টোবর এই বিধানসভার ভোট গণনা হবে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের গোলাম নবি আজাদ পার্লামেন্টে বলেছিলেন, ৩৭০ ধারা বাতিল হলে কাশ্মিরে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ৩৭০ ধারা বাতিল হলেও কাশ্মিরে একফোঁটা রক্ত ঝরেনি।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে কাশ্মিরে আগস্টের শুরু থেকেই সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত সেনা সদস্য। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। দুই মাস পার হলেও কাশ্মিরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে ভারত সরকার।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা