X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মন্তব্যকে হুমকি হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ০৫:২২আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৬:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে হুমকি বলে বিবেচনা করার কথা জানিয়েছেন সে দেশের সাবেক এক রাষ্ট্রদূত। ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে ম্যারি ইয়োভানোভিচকে নিয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন, তাকে কোনও একটা সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন তদন্তের অংশ হিসেবে কংগ্রেস কমিটির কাছে দেওয়া স্বাক্ষ্যে একথা জানিয়েছেন ওই সাবেক রাষ্ট্রদূত। সোমবার রুদ্ধদ্বার ওই স্বাক্ষ্যের প্রথম পাণ্ডুলিপি প্রকাশ করেছে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কমিটি। ট্রাম্পের মন্তব্যকে হুমকি হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত

আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে কংগ্রেস কমিটি। গত ৩১ অক্টোবর কংগ্রেসে ভোটাভুটিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পাওয়ার পর সোমবার সংশ্লিষ্টদের স্বাক্ষ্যের প্রথম পাণ্ডুলিপি প্রকাশ করেছে এ সংক্রান্ত কমিটি।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিয়ার জেলেনস্কিকে ফোন করে জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চাপ দেন। বাইডেন ও তার ছেলে ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির সঙ্গে কাজ করতেন। ফোনালাপের এক পর্যায়ে ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘দেখুন, কোনও একটা পরিস্থিতির মুখে পড়তে হবে তাকে (ইয়োনোভিচ)’।

ট্রাম্পের ওই মন্তব্যকে রহস্যপূর্ণ হিসেবে দাবি করে কংগ্রেস কমিটিকে ইয়োনোভিচ বলেছেন, এতে তিনি ভীষণ উদ্বেগে পড়েছেন। গত ১১ অক্টোবর দেওয়া স্বাক্ষ্যে ইয়োনোভিচ বলেন, ‘আমি জানি না এর অর্থ কী। আমি ভীষণ উদ্বিগ্ন। এখনও উদ্বেগ রয়েছে’। পেশাদার এই কূটনীতিক তার স্বাক্ষ্যে বলেন, উদ্বিগ্ন হয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডের পরামর্শ চান। তখন তিনি তাকে ট্রাম্পের প্রশংসা করে টুইট করার পরামর্শ দেন বলেন জানান ইয়োনোভিচ। তবে ওই পরামর্শ তিনি অনুসরণ করেননি বলে জানান।

ইয়োনোভিচ জানান, গত এপ্রিলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দেন। ফলে মেয়াদ শেষের কয়েক মাস আগেই মে মাসে দেশে ফিরে আসেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন