X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের মহারাষ্ট্রে কেন্দ্রীয় শাসন জারির প্রস্তাব গভর্নরের

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:৪৭

ভারতের মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং রাজ্যে প্রেসিডেন্টের শাসন জারির প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার তার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। একদিন আগেই ভগত সিং শারদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপিকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা সরকার গঠন করতে পারবেন কি না। সে অনুযায়ী আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত সময় ছিলো তাদের। কিন্তু তারা জানিয়েছেন এজন্য আরও বেশি সময় প্রয়োজন।

ভারতের মহারাষ্ট্রে কেন্দ্রীয় শাসন জারির প্রস্তাব গভর্নরের

অক্টোবরে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোট ১৬২ আসনে জয় পেয়েছে। তবে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তাদের মিলিত আসন সংখ্যার চেয়ে এবারে পাওয়া আসন সংখ্যা ১৫টি কম। এই বিধানসভা নির্বাচনের প্রচারণায় কেন্দ্র থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি। এই প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত শাসিত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত। এই নির্বাচনকে অনেকেই বিজেপি’র কাশ্মির নীতির প্রতি গণভোট হিসেবে দেখছিলেন।

মঙ্গলবার মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় বসেছে সেখানকার মন্ত্রিসভা। সেখানেই ন্যায়পাল সরকার নিয়ে আলোচনা হয়েছে। ব্রিকস সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদি দেশ ছাড়ার আগ দিয়ে এই বৈঠক হয়।

অন্যদিকে সরকার গঠনের জন্য তিনদিন সময় দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা।  সরকার গঠনে অতিরিক্ত সময় না দেওয়ায় রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা।

সোমবার সন্ধ্যায় আদিত্য ঠাকরে-সহ শিবসেনা নেতারা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় ৩ দিন সময় চান তাঁরা। কিন্তু শিবসেনার সেই দাবি নাকচ করে দেন রাজ্যপাল।  রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং।

মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের পুরনো শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সংঘাত চরম পর্যায়ে পৌঁছোয়। এরপরই বিকল্প সরকার গড়ার চাল চেলে মহারাষ্ট্রের কুর্সি দখলের পথে পা বাড়ান উদ্ধব ঠাকরেরা। সোমবার সন্ধে পর্যন্ত মহারাষ্ট্রবাসী একপ্রকার নিশ্চিত হয়ে যান যে, সে রাজ্যে কংগ্রেসের সমর্থন নিয়ে এবার শিবসেনা-এনসিপি সরকার গড়ছে। এদিকে, শিবসনো-এনসিপি সরকারকে সমর্থনের বিষয়টি ঝুলেই রেখেছে কংগ্রেস। ফলে রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে আরও সময় চান আদিত্য ঠাকরেরা। তবে শিবসেনাকে বাড়তি সময় না দিয়ে এনসিপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যপাল। যা আজ রাত সাড়ে ৮টায় শেষ হচ্ছে। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপালের রিপোর্ট এ পর্বে নতুন মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

/এমএইচ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত