behind the news
Vision  ad on bangla Tribune

যুদ্ধাপরাধে অভিযুক্ত হচ্ছেন ইরাক যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ সেনারা!

বিদেশ ডেস্ক১৬:০৮, জানুয়ারি ০২, ২০১৬

ইরাক যুদ্ধের ফাইল ছবিযুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হতে পারেন ইরাক যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ সেনারা। এ সংক্রান্ত ঘটনার তদন্তে নিয়োজিত একটি দলের শীর্ষ ব্যক্তি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
ইরাকে ব্রিটিশ সেনাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘ইরাক হিস্টোরিক অ্যালিগেশন টিম’ নামে একটি তদন্ত সংস্থা গঠন করেছে। ওই তদন্ত দলের প্রধান মার্ক ওয়ারউইক বলেছেন, বেশকিছু ভয়াবহ ঘটনা রয়েছে যেগুলোর জন্য যুদ্ধাপরাধের অভিযোগ আনা যেতে পারে। এরইমধ্যে যুদ্ধাপরাধ সংক্রান্ত দুইটি তদন্ত শুরু হয়েছে।
মার্ক ওয়ারউইক জানান, ২৮০ জন ব্রিটিশ সেনার দ্বারা হত্যাকাণ্ডের শিকার অন্তত ১৫১৫ জন ইরাকির ব্যাপারে তদন্ত করবেন তারা। আগামি এক থেকে দেড় বছরের মধ্যে এইসব তদন্ত কাজ শেষ হবে জানিয়ে ওয়ারউইক আশা প্রকাশ করেন, ২০১৯ সালে যুদ্ধাপরাধে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে।
বিবিসির খবরে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ্য ২০০৩ সালে অবৈধ গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে সাদ্দাম হোসেনের শাসনাধীন ইরাকের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। সেই আগ্রাসনে প্রাণ হারান বহু বেসামরিক মানুষ।
/বিএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ