X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তেহরানের

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৬
image

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে ইরানি সংবাদমাধ্যম তেহরান রেডিও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের ‘প্রচারণা হাতিয়ার’র বিরুদ্ধে কঠোর জবাব দেবে তেহরান।

পরমাণু সমঝোতার প্রেক্ষাপটে শনিবার ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একদিন পর রোববার তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়,ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে তেহরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্রের এই প্রোপাগান্ডা স্টান্টবাজির জবাব হিসেবে আমরা আমাদের বৈধ ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরো শক্তিশালী করবো এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেব না।’

তেহরানের পরমাণু কর্মসূচি (2)

এরআগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। তাদের দাবি, এই নিষেধাজ্ঞার কোন নৈতিক এবং আইনগত ভিত্তি নেই।

বিবিসির খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র উন্নয়নের জন্য তাদের ক্ষেপনাস্ত্র কর্মসূচির নকশা করা হয়নি।’ ওই মুখপাত্র অভিযোগ করেন, বরং যুক্তরাষ্ট্র প্রতি বছর যে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তৈরী করে তা লেবানন-প্যালেস্টাইন-ইয়েমেনের মানুষদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধে ব্যবহৃত হয়।

তেহরানের পরমাণু কর্মসূচি

শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ঘোষণা দেয়, ইরান পারমাণবিক চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করেছে। এরপর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঘোষণা দেন তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিন বন্দি বিনিময়ের আওতায় যুক্তরাষ্ট্রে বন্দি সাত ইরানি নাগরিককে মুক্তি দেওয়ার পর তেহরান পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেয়।  পারমাণবিক চুক্তি সঠিকভাবে বাস্তবায়নের পর ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের প্রেক্ষাপটে বন্দিবিনিময় হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানের সামনে হাজার কোটি ডলারের বাণিজ্য উন্মুক্ত হবে। সেই সঙ্গে মুক্ত হবে তাদের তেলের বাজার। প্রায় দুই বছর ধরে আলোচনার পর গত বছর জুলাইয়ে বিশ্ব ছয় শক্তি যু্ক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে পরমাণু বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয় ইরান। চুক্তির রূপরেখা এমনভাবে করা হয়েছে যাতে করে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়েছে। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান যাতে আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না। সূত্র: বিবিসি, তেহরান রেডিও

/বিএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা