X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রোহিতের মৃত্যু তদন্তে বিচার বিভাগীয় কমিটি, আন্দোলন অব্যাহত

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ১২:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১২:৩৮
image

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত শিক্ষার্থী রোহিতের আত্মহত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসবার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন চার শিক্ষার্থীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও শিক্ষার্থীদের আন্দোলন জোরালো করার ঘোষণার প্রেক্ষাপটে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি রোহিতের পরিবারকে ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কেন্দ্রিয় মন্ত্রি স্মৃতি ইরানি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনও উত্তাল শিক্ষার্থীরা।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীর ঘুরে আসার পরপরই তদন্ত কমিটি গঠন করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রলালয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির তরফে এই কমিটি গঠন করা হয়। অন্যদিকে, রোহিতের পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীদের ক্ষোভ বিশ্ববিদ্যালয় ওই কর্তৃপক্ষ এবং স্মৃতি ইরানির ওপরই। মন্ত্রি ও ভিসির পদত্যাগের দাবিতে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ৭ শিক্ষার্থী। অব্যাহত রয়েছে বিক্ষোভ।

রোহিতকে নিয়ে আন্দোলনরতরা

শুক্রবার রোহিতের মৃত্যুতে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন মোদি। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে তাঁকে ‘গো-ব্যাক’ শ্লোগানও শুনতে হয়েছে। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রলালয়। রোহিত ভেমুলার মৃত্যুর প্রকৃত তদন্ত করতে দুই সদস্যের একটি বিচার-বিভাগীয় কমিটি গঠন করার কথা ঘোষণা করলেন করেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তিন সদস্যের এই বিচার-বিভাগীয় কমিটি রোহিতের মৃত্যুর কারণ পর্যায়ক্রমে খতিয়ে দেখবে। বিশ্ববিদ্যালয় এবং রোহিতের বাড়িও পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। তারপর তিন মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে রিপোর্ট পেশ করবে। অন্যদিকে, রোহিত সহ পাঁচ দলিত ছাত্রের উপর থেকে সাসপেন তোলার পর এদিন রোহিতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোহিতের মৃত্যুতে বিচার বিভাগীয় কমিটি

উল্লেখ্য, এর আগেও রোহিত ভেমুলার মৃত্যুর তদন্তে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দুই প্রতিনিধিকে নিয়ে একটি ঘটনা উদঘাটন (ফ্যাক্ট ফাউন্ডিং) কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটির এদিনই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে তাদের রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সংবেদনশীলতার অভাবে রোহিত আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন।

রবিবার (১৭ জানুয়ারি) রাতে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র রোহিত ভেমুলা ছাত্রাবাসের কক্ষে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। আত্মহননের আগে একটি নোট লিখে যান রোহিত। তাতে তিনি লেখেন, ‘আমার আত্মহত্যার জন্য কারো কোন দায় নেই। কেউ আমাকে উস্কানি দেয়নি। কারো কথা বা কাজের প্রেক্ষিতেও আমি এই সিদ্ধান্ত নিইনি। এই সিদ্ধান্ত একান্তই আমার নিজের এবং আমি নিজেই এর জন্য দায়ী। দয়া করে আমার মৃত্যুর পর আমার বন্ধু ও শত্রুদের কোন বিপদে ফেলবেন না।’সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস

/বিএ/

সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!