X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কানহাইয়ার জামিন আবেদনের শুনানি করবে না সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৫

রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের জামিনের আবেদন গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট। পরে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন কানহাইয়া কুমার। তার আবেদনের প্রেক্ষাপটে দিল্লি হাইকোর্টের নিরাপত্তা বাড়ানো হয়।

শুক্রবার সুপ্রিম কোর্ট জানান, কানহাইয়া কুমারের আবেদনের শুনানি সেখানে হবে না। তাকে আগে হাইকোর্টে জামিনের আবেদন জানাতে হবে। তবে হাইকোর্টে তার জামিন আবেদনের শুনানি হলে কানহাইয়া কুমারের আইনজীবীদের জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়।

কানহাইয়ার জামিন আবেদনের শুনানি করবে না সুপ্রিম কোর্ট

নিজের জীবন নিয়ে শঙ্কিত এই ছাত্রনেতা আদালতে হাজির হতে গিয়েও আক্রান্ত হয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতির জামিনের আবেদন করা হয় সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি এ এম সাপরের বেঞ্চের কাছে।

সাবেক এটর্নি জেনারেল সোলি জে সোরাবজি এবং জ্যেষ্ঠ আইনজীবী রাজু রামচন্দ্রন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই জামিন আবেদন করেন। আইনজীবীরা বৃহস্পতিবারই শুনানির আবেদন করলেও আদালত আবেদন খতিয়ে দেখা দরকার জানিয়ে শুক্রবার শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন। এরপর কানহাইয়ার পক্ষের আইনজীবীরা আর কোনও যুক্তি তুলে ধরেননি।

জামিন আবেদনে বলা হয়,‘কানহাইয়াকে ইতোমধ্যেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তাই তাকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই।’ তার প্রাণনাশের অপচেষ্টা করা হতে পারে বলে উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, ‘তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন।’

কোর্টে কানহাইয়াকে হাজির করার সময় আদালত প্রাঙ্গনে একদল আইনজীবীর হামলার শিকার হন কানহাইয়া। তাকে ‘দেশদ্রোহী’ বলে উল্লেখ করেন তারা। এই প্রেক্ষাপটে আইনজীবী অনিন্দিতা পূজারীর মাধ্যমে পেশ করা জামিনের আবেদনে কানহাইয়া নিজেকে নিরপরাধ দাবি করার পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

কানহাইয়া কুমার যে আইনজীবীদের হাতে আক্রান্ত হন,তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কানহাইয়া কুমারের আইনজীবীদের দাবি,ছাত্রনেতার উপর হামলায় অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা নিতে চাইছে না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমপি/বিএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ