X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

নারী সংরক্ষণ বিল পাসের দাবি ভারতের লোকসভায়

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ২২:৩২আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২২:৩২

নারী সংরক্ষণ বিল পাসের দাবি ভারতের লোকসভায় আন্তর্জাতিক নারী দিবসে ভারতের পার্লামেন্ট সদস্যরা নারী সংরক্ষণ বিল পাস করার দাবি জানিয়েছেন। দিবস উপলক্ষে লোকসভায় বক্তৃতায় বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভায় নারী অধিকার সংরক্ষণ বিল পাস করার দাবি জানান।
ভারতের লোকসভা, রাজ্যসভা ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখার প্রস্তাব সম্বলিত বিলটি লোকসভায় আটকে রয়েছে।
সোনিয়া গান্ধী নারীদের সমান অধিকারের পক্ষ সমর্থন করে বলেন, নারীরা যেসব সামাজিক অনাচারের সম্মুখীন দেশের তা মোকাবেলা করার সাহস থাকা উচিত।
সোনিয়া গান্ধী বলেন, নারীদের জন্য ৩৩ শতাংশ আসন বাধ্যতামূলকভাবে সংরক্ষিত রাখার বিধান সম্বলিত একটি আইন পাস হওয়ার পর পঞ্চায়েত ও স্থানীয় সরকারে এখন নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা ৪০ শতাংশে উন্নীত হয়েছে।
এর আগে স্পিকার সুমিত্রা মহাজন নারীদের অংশগ্রহণে সমতা এবং নারী শিক্ষার পথের বাধা অপসারণের অঙ্গীকারের প্রতি নিজেদের উৎসর্গ করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নারীরা সবসময় কন্যা, ভগ্নি, জায়া, জননী- নানা রূপে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছে।

তিনি সমাজের সবস্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার, জাতিগঠন ও উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে বিজিপি এমপি হেমামালিনী বলেন, প্রতিটি মেয়েকে ছেলেদের মতো বড় স্বপ্ন দেখতে দিতে হবে। তিনি বলেন, যে সমাজ নারীকে সঠিকভাবে লালন করে, সে সমাজ আপনাআপনি সভ্য সমাজে পরিণত হয়।

টিএমসি এমপি শতাব্দী রায় নারীর অর্থনৈতিক শক্তির গুরুত্ব তুলে ধরেন।

এনসিপি এমপি সুপ্রিয়া সুলে, টিআরএস এমপি কবিতা, বিজেপি এমপি, মীনাক্ষী লেখিসহ অনেকে আলোচনায় অংশ নেন। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
কেন কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির বিজেপি?
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র