X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ০৯:৩১আপডেট : ১০ মার্চ ২০১৬, ০৯:৩৮
image

গত সপ্তাহেও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্প পাল্লার ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। সিউল কর্তৃপক্ষের দাবি, পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পর সেগুলো ৫শ কিলোমিটার উড়ে গিয়ে পানিতে পড়ে যায়। দেশের বিজ্ঞানীরা ক্ষুদ্র পারমাণবিক যুদ্ধাস্ত্রের উন্নয়ন ঘটাতে সক্ষম বলে উত্তর কোরীয় নেতার তরফে দাবি করার একদিন পরই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। নতুন করে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে এরইমধ্যে ক্ষোভ জানিয়েছে জাপান। তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে দাবি করা হয় যে বৃহস্পতিবার হুয়ানঘায়ে প্রদেশ থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরে তা, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পড়ে যায়। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহেও দেশটি সাগরের দিকে ৬টি রকেট ছুড়েছিল।
এদিকে জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানায়, বেইজিংয়ে অবস্থিত দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাপান।
এর আগে বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দাবি করেন, তার দেশের বিজ্ঞানীরা ক্ষুদ্র পারমাণবিক যুদ্ধাস্ত্রের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা দেশটির এ ধরনের প্রযুক্তি সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।


বুধবার একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনকালে কিম জং-উন দাবি করেন, এসব যুদ্ধাস্ত্র ব্যালাস্টিক মিসাইল বহনে সক্ষম। তার বক্তব্যের সমর্থনে বেশকিছু ছবিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এসব ছবি থেকে এ দাবির সত্যতা নিরূপণ করা সম্ভব নয়। 
পিয়ংইয়ং-এর সরকারি সংবাদমাধ্যমে অবশ্য এর আগেও একই ধরনের দাবি করা হয়েছে। তবে কিম জং-উনের মুখ থেকে এ ধরনের ঘোষণা এটাই প্রথম।

উত্তর কোরীয় নেতা কিম জয উন

আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিয়ে আসছে। এ জন্য আলোচনা থেকে শুরু করে অবরোধ আরোপ পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতে নিভৃতকামী কমিউনিস্ট দেশটির অবস্থানের বিশেষ পরিবর্তন নেই। তারা পরমাণু অস্ত্রের সম্ভার বাড়িয়েই চলেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া চাইছে, উত্তর কোরিয়া নিজে থেকে শর্তহীনভাবে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে। কিন্তু পিয়ংইয়ং বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার কোনও ইচ্ছা তার নেই।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে দেশটির সঙ্গে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরমধ্যেই ৭ মার্চ শুরু হয় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া। এ মহড়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ