X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিল্পীর কণ্ঠে উজ্জীবিত ‘আজাদি’ সংগীত

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৪৬

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুখে অনুরণিত হয় আজাদির গান। ১৯৯৩ সালে লক্ষ্মৌর শিল্পী রাভি নাগার-এর এক গানের পংক্তিগুলোই আজাদির সুর হয়ে বাজছে ক্যাম্পাসজুড়ে। কমিউনিস্ট পার্টির শাখা সংগঠন ইন্ডিয়ান পিপলস থিয়েটার এসোসিয়েশন (আইপিটিএ) বা ভারতীয় গণনাট্য সংঘের জন্য এ গানটির সুর ও সংগীতায়োজন করেন তিনি।

এতো বছর পর এখন জেএনইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে সেই গান। ১৯৯৩ সালে ভারতীয় গণনাট্য সংঘের পাদচিন কবির সাংস্কৃতিক যাত্রার জন্য সংগীতায়োজন করা হয় গানটির। এখনকার স্লোগান, তেজি বক্তব্য প্রকৃতপক্ষে রাভি নাগারের হারমোনিয়ামে সুর তোলা ওই গানেরই অংশবিশেষ। সাম্প্রতিক স্লোগানগুলো মূল গানটিরই অংশ।

শিল্পীর কণ্ঠে উজ্জীবিত ‘আজাদি’ সংগীত

২০১২ সালে মারা যান রাভি নাগার। কিন্তু তিনি যখন গানটির সুর করেছিলেন তার ২৩  বছর পর লক্ষ্মৌতে থাকা রাভি নাগারের বন্ধুরা আবারও গানটিকে পুনরুজ্জীবিত করে তোলেন।

ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি রাকেশ। তিনি বলেন, আটদিনের ওই যাত্রায় আমরা বিভিন্ন গ্রাম ও শহগুলোতে গিয়েছি, গান গেয়েছি, বক্তব্য দিয়েছি। এক রাতে আমরা দেরি করে ঘুমালাম। রাতভর পার্শ্ববর্তী মন্দির থেকে শুনতে পেলাম ‘জয় মাতা দি’।

রাকেশ বলেন, এর পরদিন খুব সকালে উঠে রাভি নাগার রিহার্সেল শুরু করলো। আমি বেশ বিরক্ত হলাম। তাচ্ছিল্যের সুরে বললাম, রাতভর তারা গান করেছে আর এখন তুমি শুরু করেছ! কিছুক্ষণ পর তিনি গুণগুণ শব্দে গাইতে লাগলেন, জয় মাতা দি, জয় মাতা দি, ধীরে ধীরে এটা আজাদি-আজাদিতে পরিণত হয়। কয়েক লাইন শোনার পর তার এই আওয়াজকে দীপ্তিমান মনে হলো।

গানটির কয়েকটি লাইন ছিল এ রকম, আজাদি হায় আজাদি, বাস আজাদি জি আজাদি। মেরি বেহনেইন মাঙ্গে আজাদি, মেরা ভাইয়া মাঙ্গি আজাদি, মন্দির মসজিদ সে আজাদি, চটি দ্বাধি সে আজাদি। এভাবেই রাভি নাগার-এর কণ্ঠে সবার মনোযোগ কাড়ে গানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে