X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

স্বঘোষিত সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করেই ত্রিপোলিতে লিবিয়ার ঐক্য সরকার

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ০৮:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০৮:৫৬
image

লিবিয়ার ঐক্য সরকার ত্রিপোলিতে পৌঁছায় বিরোধীদের হুঁশিয়ারি উপেক্ষা করেই বুধবার লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্য সরকার ত্রিপোলিতে পৌঁছেছে। আর এর পরই ত্রিপোলিতে বিভিন্ন রাস্তা অবরোধ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এমন অবস্থায় সহিংসতা ছড়িয়ে পড়বে নাকি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৫ বছর আগে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে দেশটিতে অচলাবস্থা চলছে। দেশটিতে রাজনৈতিক বিভাজন শুরু হয়। দুটি পার্লামেন্ট গঠিত হয়। লিবিয়ায় এমন রাজনৈতিক বিশৃঙ্খলা ও সংঘাত ঠেকাতে গত বছর জাতিসংঘের মধ্যস্থতায় প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠিত হয়। দেশটির পরস্পরবিরোধী দুটি প্রশাসনের স্থলাভিষিক্ত করতেই এ কাউন্সিল গঠন করা হয়। এ পরস্পরবিরোধী ভিন্ন দুটি প্রশাসনের একটি ত্রিপোলিতে অবস্থিত আর আরেকটি পূর্বাঞ্চলীয় শহর তবরুকে অবস্থিত। এক বছরেরও বেশি সময় ধরে এ দুই প্রশাসন একে অপরের সঙ্গে লড়ছে।
লিবিয়ায় জাতিসংঘের মধ্যস্থতায় জাতীয় ঐক্যের সরকার ঘোষণা করার পর সম্প্রতি ত্রিপোলির স্বঘোষিত সরকার ও সশস্ত্র গোষ্ঠীদের তরফে হুঁশিয়ার করে বলা হয়, নতুন সরকার যেন তাদের এলাকায় না যায়। তবে সে হুঁশিয়ারি উপেক্ষা করেই বুধবার নতুন সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সাররাজসহ কাউন্সিলের সাত সদস্যবিশিষ্ট একটি দল সমুদ্রপথে ত্রিপোলিতে পৌঁছান। অস্থায়ীভাবে একটি নৌঘাঁটিতে অবস্থান করছেন তারা।

এক সংবাদ সম্মেলনে ফায়েজ সাররাজ বলেন, ‘এ ঐতিহাসিক মুহূর্তে আমরা জনগণের কাছে ঘোষণা দিতে চাই যে ত্রিপোলিতে জাতীয় ঐক্যের সরকারের কার্যক্রম শুরু হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সংলাপ ও যোগাযোগের এক নতুন অধ্যায় শুরু হলো।’

লিবিয়ায় নিয়োজিত জাতিসংঘের মার্টিন কবলার ত্রিপোলিতে নতুন সরকারের আগমনকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্সি কাউন্সিলকে সহায়তা দেওয়ার জন্য লিবিয়ার জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র