X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
আইআরআই জরিপ

৭৩ শতাংশের মত, সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১০:৫২আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১০:৫৭
image

৭৩ শতাংশের মত, সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ দেশের ৭৩ শতাংশ মানুষের মতে, সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে এমনটাই উল্লেখ করা হয়েছে। জরিপ অনুসারে, ৭৭ শতাংশ মানুষ মনে করেন, দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল। আর ৮৩ শতাংশ মানুষের মতে, দেশের নিরাপত্তা পরিস্থিতিও বেশ ভালো। জরিপ প্রতিবেদনটি বুধবার প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগের জরিপে ৩৮ শতাংশ বাংলাদেশি দেশ সঠিক পথে আছে বলে মত দিয়েছিলেন। ২০১৫ সালে এই হার ৬৪ শতাংশে উন্নীত হয়। ২০১৬ সালে তা বেড়ে ৭৩ শতাংশে পৌঁছাল।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। ৭২ শতাংশ বিশ্বাস করেন, তাঁদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা আগামী বছরগুলোতে উন্নত হবে। ৬৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ আরও স্থিতিশীল হয়ে উঠছে।
তবে জরিপের ফলাফল অনুযায়ী, নিরাপত্তার বিষয়টি নিয়ে দেশের মানুষের উদ্বেগ বাড়ছে। ২০১৫ সালের নভেম্বরের তুলনায় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। নভেম্বরে ছিল ১৩ শতাংশ, এখন তা ২১ শতাংশ। সমসংখ্যক উত্তরদাতা মনে করেন, দেশের অর্থনীতিও এখন গুরুত্বপূর্ণ সমস্যা।
দুর্নীতিকে বাংলাদেশের প্রধানতম সমস্যা মনে করার হার কমেছে গত কয়েক মাসে। জরিপে অংশ নেওয়া ৯ শতাংশ জন মানুষ মনে করেন, বাংলাদেশ এখন দুর্নীতির সমস্যা মোকাবিলা করছে। অথচ ২০১৫ সালের নভেম্বরে এ হার ছিল ১৮ শতাংশ। দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ বলেন, চাকরির ক্ষেত্রে তাঁদের ঘুষ দিতে হয়েছে।

আইআরআই এবারই প্রথম দেশের অর্থনীতি, রাজনীতি, দুর্নীতি, সামাজিক ব্যবস্থার পাশাপাশি চরমপন্থা নিয়েও জরিপ করেছে। উত্তরদাতাদের ৫৩ শতাংশ মনে করেন, রাজনৈতিক চরমপন্থা বাংলাদেশে বড় সমস্যা। আর ৪৪ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা বড় সমস্যা।

এই চরমপন্থার প্রধান কারণ কী? এমন প্রশ্নের জবাবে উত্তরদাতাদের ৩৮ শতাংশ বলেন, এর প্রধান কারণ হলো ‘রাজনৈতিক মতপার্থক্য’। ৬ শতাংশ মনে করেন, ধর্মীয় চরমপন্থা এবং ৪৭ শতাংশ উত্তরদানে বিরত ছিলেন।

নেলসন বাংলাদেশ ও আইআরআই গত ৪ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আটটি বিভাগের বিভিন্ন জেলা, শহর এবং গ্রাম পর্যায়ে ওই জরিপ চালায়। ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের ২ হাজার ৫৫০ জন ওই জরিপে অংশগ্রহণ করেন। সূত্র: আইআরআই ওয়েবসাইট।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন