X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গুয়ানতানামো কারাগারের ৯ ইয়েমেনি বন্দিকে সৌদি আরবে স্থানান্তর

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৬:২৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:২৯
image

গুয়ানতানামো বে কিউবার কুখ্যাত মার্কিন কারাগার গুয়ানতানামো বে থেকে নয় ইয়েমেনি নাগরিককে সৌদি আরবে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২০০৭ সাল থেকে অনশনে থাকা এক বন্দিও রয়েছেন। গুয়ানতানামো বন্দিশালা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অঙ্গীকারের অংশ হিসেবেই ইয়েমেনি বন্দিদের স্থানান্তর করা হয়।
উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতাবিষয়ক জোট জিসিসির সম্মেলনে যোগ দিতে বুধবার সৌদি আরব যাচ্ছেন ওবামা। আর তার আগেই এ বন্দি স্থানান্তরের ঘোষণা এলো। 
আরও পড়ুন: আবারও দুই ধাপে গুয়ানতানামো কারাগারের বন্দি স্থানান্তরের সিদ্ধান্ত
শনিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গুয়ানতানামো বে বন্দিশালা বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টায় সমর্থন যোগানোর ইচ্ছে ও মানবিকতার জন্য সৌদি সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’
স্থানান্তর হওয়া বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ৩৭ বছর বয়সী তারেক বিন ওদাহ। ২০০৭ সালে অনশন শুরুর পর থেকে প্রতিদিন সেনাবাহিনী তাকে জোর করে খাইয়ে আসছে। তারেকের আইনজীবীরা জানিয়েছেন, এরইমধ্যে তার ওজন ৩৪ কেজি কমেছে।
গুয়ানতানামো বন্দিশালা
প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে ওবামার। এই বন্দীশিবির বন্ধ করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান। মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে। কারাগারটি প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে বন্দি রাখা হয়। আরও পড়ুন: গুয়ানতানামো কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন ওবামা


শনিবার নতুন করে এ স্থানান্তরের ঘোষণা দেওয়ার পর বর্তমানে গুয়ানতানামোতে অবস্থানরত বন্দির সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। এসব বন্দির বেশিরভাগকেই কোনও ধরনের অভিযোগ ও বিচার ছাড়াই এক দশকেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
টানাপড়েন মিটমাট করতে আগ্রহ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
সর্বশেষ খবর
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন