মোনালিসাকে তার শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি যে কেবল একজন নারীর আদলে নির্মাণ করেননি, এমন গুঞ্জন উঠেছিলে আগেই। আশঙ্কা করা হচ্ছিল কেবল নারী নয়, মোনালিসাকে নারী আর পুরুষের সমন্বয়ে নির্মাণ করেছিলেন শিল্পী। এবার সেই আশঙ্কার পক্ষে যুক্তি সরবরাহ করলেন ইতালির গবেষকরা।
এর আগে ২০১১ সালে ইতালির ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজ-এর তৎকালীন প্রেসিডেন্ট সিলভানো ভিনসেতি দাবি করেন, ‘মোনালিসা’ চিত্রকর্মটিতে যে হাসি দেখা যায়, তা একজন পুরুষের। ত্রখন তার ওই দাবি চিত্রশিল্পী এবং গবেষকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তবে তিনি তার দাবির বিপরীতে কেবল ধারণাটাই সামনে তুলে ধরতে পেরেছিলেন।
আরও পড়ুন: সেই বাবল রানারের সমুদ্রপথে হেঁটে যাওয়ার প্রচেষ্টা আবারও ব্যর্থ
তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, লিওনার্দো দা ভিঞ্চির বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ কেবল একজন নারী বা একজন পুরুষকে ভিত্তি করে তৈরি চিত্রকর্ম নয়। বরং এতে নারী-পুরুষের সমন্বয় তুলে ধরেছিলেন লিওনার্দো। ইতালির ছবি শনাক্তকারী গোয়েন্দা (আর্ট ডিটেক্টিভ) সিলভানো ভিনসেতির বলছেন, ওই চিত্রকর্মের মডেল হয়েছিলেন একজন নারী এবং একজন পুরুষ।
সিলভানো বলেন, ‘প্যারিসের লুভর মিউজিয়ামে রক্ষিত মোনালিসা’ চিত্রকর্মটিতে একজন নারী এবং একজন পুরুষ মডেল হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ এই দাবি করে আসছিলেন। এর আগে ঐতিহাসিক লিসা গেরারদিনি নারী মডেলের পরিচয় জানিয়েছিলেন, ফ্লোরেন্তিনার সিল্ক ব্যবসায়ী ফ্রান্সিসকো দেল জিওকোন্দোর স্ত্রী ছিলেন ওই চিত্রকর্মের মডেল।’
আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়
সিলভানো জানান, ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে ‘মোনালিসা’-র বিশ্লেষণে, চিত্রকর্মটির একটি স্তরে এক নারীর প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু ওই নারীর মুখে হাসি ছিল না, বরং সেখানে ছিল বিষাদের ছায়া।’
দ্বিতীয় মডেল সম্পর্কে তিনি জানান, সম্ভবত পুরুষ মডেলটি ছিলেন লিওনার্দোর শিক্ষানবীশ গিয়ান গিয়াকোমো কাপ্রোত্তি, যিনি ‘সালাই’ নামে পরিচিত ছিলেন। এর আগেও ‘সালাই’ লিওনার্দোর বিখ্যাত চিত্রকর্ম ‘সেইন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’ সহ কয়েকটি চিত্রকর্মের মডেল হয়েছিলেন। সেসব চিত্রকর্মের সঙ্গে ‘মোনালিসা’র অনেক সাদৃশ্য পাওয়া যায় বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সুইফট সিস্টেম হ্যাক করা হয়েছিল: ব্রিটিশ নিরাপত্তা গবেষকদের দাবি
সিলভানো বলেন যে, ‘লিওনার্দোর চিত্রকর্ম তার চিন্তার সঙ্গে সম্পর্কিত। তিনি মনে করতেন নারী-পুরুষের সমন্বয়েই একজন আদর্শ মানুষের ছবি ফুটে উঠতে পারে। এজন্য লিওনার্দো দা ভিঞ্চি ‘মোনালিসা’-র মাঝে একইসঙ্গে নারী-পুরুষের চিত্র তুলে ধরেছিলেন।’ সূত্র: দ্য গার্ডিয়ান।
/এসএ/বিএ/