X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় কনসার্ট হলে নিহতদের স্মরণে শোক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৪:৪৭আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪:৫০

রাশিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনায় একদিনের জন্য জাতীয় শোক পালন করছে মস্কো। রবিবার (২৪ মার্চ) রাশিয়াজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোর বাইরে ছয় হাজার ২০০ আসনবিশিষ্ট ক্রোকাস সিটি হলের সামনে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়।

কনসার্ট হলের সামনে ফুলি দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা। ছবি: তাস।

এই হলেই শুক্রবার সোভিয়েত-যুগের রক গ্রুপ পিকনিক তাদের হিট গান অ্যাফ্রেড অফ নাথিং পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় চার বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি ও বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত ১৩৩ জন নিহত হয়। আহত ১৫০ জনের বেশি।

হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রবিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, পুরো দেশ এবং সমগ্র জাতি এই ঘটনায় শোক করছে।

হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী। তবে পুতিনের দাবি, আটক ১১ জনের মধ্যে চার বন্দুকধারী রয়েছে। কনসার্ট হল থেকে পালিয়ে মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে লুকিয়ে ছিল।

ওই অঞ্চলটি ইউক্রেনের সীমান্তবর্তী। সেখানে তাদের লুকানোর জন্য ইউক্রেন ব্যবস্থা নিয়েছিল বলেও দাবি করেন পুতিন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, বন্দুকধারীদের ইউক্রেনের সাথে যোগাযোগ ছিল। তাদেরকে সীমান্তের কাছে আটক করা হয়েছে।

এই হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন পুতিন।

ইউক্রেন অবশ্য বারবার এ ধরনের হামলায় জড়িতের বিষয়টি অস্বীকার করছে। হামলায় ইউক্রেন জড়িত ছিল না উল্লেখ করে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, এই মাসের শুরুতে মস্কোয় একটি পরিকল্পিত হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল হোয়াইট হাউজ।

/এস/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ