X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পে অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ মনিটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:৪২

দেশের ভ্রমণ, পর্যটন, এবং আতিথেয়তা খাতে নতুন একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস’ শীর্ষক প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো দ্রুত বর্ধনশীল এসব খাতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান করা।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই নতুন এওয়ার্ড প্রোগ্রামটির আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মোহাম্মদ জাবের এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্তদের পক্ষ থেকে এ জাতীয় একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালুর দাবি দীর্ঘ দিনের। আমরা অত্যন্ত আনন্দিত যে অবশেষে আজকে আমরা সফলভাবে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছি। দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পের উন্নয়নে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মূল্যবান অবদান রেখে চলেছেন, তাদের স্বীকৃতি প্রদান করাই আমাদের উদ্দেশ্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে এই শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম।’

আয়োজকরা জানিয়েছেন, চারটি বড় সেগমেন্ট— পর্যটন, ভ্রমণ, আতিথেয়তা এবং রেস্টুরেন্টের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে সেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে যুক্ত বিভিন্ন বিশেষজ্ঞ, সুশীল সমাজ, মিডিয়া এবং অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করবেন। নির্বাচনের ক্ষেত্রে অনলাইনে প্রদত্ত জনগণের মতামত, পাবলিক পারসেপশন, বিচারক প্যানেলের নিজস্ব মতামতসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিএসআর কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচনা করা হবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান নমিনেশনের জন্য এক বা একাধিক ক্যাটাগরিতে এন্ট্রি জমা দিতে পারবেন। প্রতিটি ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা এন্ট্রি জমা দিতে হবে। এন্ট্রি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আগামী বছরের মে মাসে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তীব্র গরমেও শীতল করমজল!
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ