X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

‘তিতলি’র প্রভাবে পর্যটক শূন্য রাঙামাটি

জিয়াউল হক, রাঙামাটি
১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৫

‘তিতলি’র প্রভাবে পর্যটক শূন্য রাঙামাটি রাঙামাটিতে বেড়াতে আসার জন্য গত মাসে হোটেল বুকিং দিয়েছিলেন বগুড়ার মো. আমীর। শনিবার (১৩ অক্টোবর) সকালে তিনি এসে পৌঁছেছেন। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে হোটেল রুমে আটকে আছেন। ঘুরতে এসে এভাবে বসে থাকতে হলে কার ভালো লাগে। তাই এই পর্যটক বাংলা ট্রিবিউনকে বললেন, ‘বিকালের মধ্যে পরিবেশ অনুকূল না হলে এখান থেকে রাতেই চলে যাবো।’

একই অবস্থা ঢাকা থেকে শনিবার সকালে ঘুরতে আসা মো. সালাহউদ্দিনের। বৃষ্টির কারণে দুপুর অবধি তার অলস সময় কেটেছে হোটেল রুমে। কখন বের হতে পারবেন তা জানা নেই তার। তিনি এই প্রতিবেদককে বলেছেন, ‘কাপ্তাই লেকে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সেখানে যেতে ভয় করছে। আজকের মধ্যে প্রাকৃতিক অবস্থার উন্নতি না হলে কাল সকালে ঢাকায় ফিরে যাবো।’

রাঙামাটিতে ঘুরতে এসে এমন হতাশা প্রকাশ করেছেন আরও কয়েকজন পর্যটক। ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। এ কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অনেকটা পর্যটন শূন্য হয়ে পড়েছে। হাতেগোনা কিছুসংখ্যক পর্যটক উপস্থিতি থাকলেও হোটেল কক্ষে একরকম বন্দি হয়ে আছেন তারা। শনিবার সকালে বিভিন্ন হোটেল-মোটেল ও পর্যটন স্পট ঘুরে এসব চিত্র দেখা যায়। রাঙামাটির হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্রগুলো সব মিলিয়ে এখন স্থবির।

‘তিতলি’র প্রভাবে পর্যটক শূন্য রাঙামাটি ‘তিতলি’র প্রভাবে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে অনেকে বুকিং বাতিল করায় হতাশায় হোটেল-মোটেল মালিকরা। হোটেল মতিমহলের ম্যানেজার মো. হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে মোটামুটি ভালোই পর্যটক ছিল রাঙামাটিতে। কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে সেই সংখ্যা অনেক কমে গেছে। অনেকেই হোটেল বুকিং বাতিল করেছেন।’

‘তিতলি’র প্রভাবে পর্যটক শূন্য রাঙামাটি তবে ‘তিতলি’র প্রভাব কেটে গেলেই পর্যটক সমাগম হবে বলে আশাবাদী পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তিতলির প্রভাবে গত কয়েকদিন ধরে পর্যটক কম। আশা করছি, প্রাকৃতিক অবস্থার উন্নতি গলে আবারও পর্যটকের ঢল নামবে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র