X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাটেশ্বরে হবে প্রত্নতাত্ত্বিক পার্ক

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৮

নাটেশ্বরে খনন করে পাওয়া প্রাচীন নিদর্শন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির নাটেশ্বরে হবে প্রত্নতাত্ত্বিক পার্ক। একইসঙ্গে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হয়ে উঠবে এই জায়গা। সংশ্লিষ্টরা এমন আশাবাদ ব্যক্ত করেছেন। 
নাটেশ্বরে এখন প্রায় ৬ একর জায়গা জুড়ে চলছে খনন কাজ। এতে অংশ নিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর চীনের হুনান প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক বস্তু ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 
জানা গেছে, খনন কাজের জন্য চীন থেকে সরবরাহ করা হচ্ছে সরঞ্জামাদি। কয়েকটি ধাপে এখানে খনন কাজ হয়। এসব দেখতে দেশি-বিদেশি পর্যটক সমাগম হচ্ছে নাটেশ্বরে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছেন। 
খনন প্রকল্পের গবেষণা পরিচালক ও জাবি’র প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বর থেকে একটি পয়েন্টে খনন চালানো হচ্ছে। এবারের প্রক্রিয়া চলবে ২০১৯ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত। এরপর এখানে প্রত্নতাত্ত্বিক পার্ক হবে।’ 

সরেজমিনে দেখা যায়, নাটেশ্বরে খনন করে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করে ঢেকে রাখা হয়েছে। এখানে যে ‘মন্দির নগরী’ পাওয়া গেছে তা বিরল। গত বছর এখানে একটি বড় বাহু পাওয়া গিয়েছিল। এবার আরেকটি বাহুর সন্ধান মিলেছে। সম্প্রতি নাটেশ্বরে একটি প্রাচীন দেয়াল আবিষ্কৃত হয়। এর আগে গবেষণায় বেরিয়ে এসেছে বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, চারটি অনন্য স্তূপ হলঘর, ইটের রাস্তা, কক্ষ, দেয়াল, মেঝে, ইটের নালা, অসাধারণ প্রবেশদ্বার প্রভৃতি। মাটির নিচে বৌদ্ধবিহারের সাতটি ভিক্ষু কক্ষ ও একটি হলঘর উন্মোচিত হয়েছে।

অনুমান রয়েছে, ভারতের স্বাচীর মতো এখানেও একটি বড় আকারের স্তূপা আবিষ্কার হতে চলেছে। স্তূপা, মন্দির, চারটি করে ১৬টি আলাদা স্তূপা, হাজার বছর আগের রাস্তা, পানি নিষ্কাশন নালা ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। এসব থেকে বোঝা যায়, এখানে একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল। 

নাটেশ্বরে খনন করে পাওয়া প্রাচীন নিদর্শন ২০১৪ সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় খনন কাজ শুরু হয়। এর মাধ্যমে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, আগামী পাঁচ বছর খনন করা এলাকা ও আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হবে আধুনিক পদ্ধতিতে। 

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও প্রকল্প পরিচালক নূহ উল আলম লেনিন জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই খনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আশা করা যায়, আগামী পাঁচ বছরে কাজ শেষের পর আধুনিকভাবে সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। ইতোমধ্যে এর খসড়া মডেল তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সম্পূর্ণ কাজ শেষ হলে এটি একটি প্রত্নতাত্ত্বিক পার্ক হবে। বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হয়ে উঠবে নাটেশ্বর।’ 

গবেষকদের ধারণা, নাটেশ্বর হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ বৌদ্ধ স্থাপনা বা পুরাকীর্তির স্থান। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেতে পারে জায়গাটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা