X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শখ থেকে এভিয়েশন ব্লগিং পেশা, বাংলা ট্রিবিউনকে স্যাম চুই

জনি হক
০৫ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২৩:৫১

স্যাম চুই (ছবি: চৌধুরী আকবর হোসেন) জন্ম চীনে। নাগরিকত্ব অস্ট্রেলিয়ার। বিয়ে করেছেন আমেরিকায়। এখন থাকেন দুবাইয়ে। বিখ্যাত এভিয়েশন ব্লগার স্যাম চুইয়ের জীবনটাই ঘুরে বেড়ানোর মতো! তিনি এখন ঢাকায়। মঙ্গলবার (৫ মার্চ) বাংলা ট্রিবিউন জার্নি ফেসবুক লাইভে অংশ নিয়েছেন এভিয়েশনপ্রেমী মানুষটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয় থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়েছে। সঞ্চালনা করেছেন নুসরাত টিসা।

লাইভের শুরুতে স্যাম চুই জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে চড়ে প্রায় ১৫ ঘণ্টার জার্নি করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় এসেছেন। এতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। তিনি বলেন, ‘আসন ও খাবার তো ভালো ছিলই, তবে আমার মন কেড়েছে ফ্লাইট অ্যাটেনড্যান্টদের আতিথেয়তা। এই ফ্লাইটে সম্ভবত আমিসহ দুই জন বিদেশি ছিলাম। বিমানের ভেতর ছবি তুলেছি, ভিডিও করেছি। তারা আমাকে সহযোগিতা করেছেন। বয়স্ক যাত্রীদের প্রতি তাদের যত্ন মনে রাখার মতো। বাংলাদেশের মানুষ বৃদ্ধ-বৃদ্ধাদের সম্মান করে জানি। খুব বেশি এয়ারলাইনসের কেবিন ক্রুরা বয়স্কদের এমন সহায়তা করে না।’

২০১১ সালে ও ২০১৩ সালে আরও দু’বার বাংলাদেশে এসেছিলেন স্যাম চুই। তবে এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি তার চোখে পড়েছে বেশি। বিশেষ করে এভিয়েশন খাতের উন্নয়ন ঘটার কথা আলাদাভাবে বললেন তিনি। তার কথায়, ‘বিমান নতুন নতুন উড়োজাহাজের অর্ডার দিচ্ছে। তাদের বহরে এয়ারক্র্যাফটের সংখ্যা বেড়েছে। কারণ বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে। বিমান এর মাধ্যমে লাভবান হচ্ছে।’

উড়োজাহাজে প্রতি বছর তিন লাখ মাইল ভ্রমণ করেন স্যাম চুই। ইউটিউবে তার চ্যানেলে ৯ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইভার রয়েছে। এছাড়া নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেও নিয়মিত এভিয়েশন নিয়ে পোস্ট করেন তিনি। আকাশপথের প্রতি ভালো লাগা প্রসঙ্গে স্যাম বললেন, ‘এভিয়েশন সবসময় বিকশিত হতে থাকে। এটা কখনও থেমে থাকে না। এটাই এই খাতের সৌন্দর্য। প্রতিনিয়ত এভিয়েশন নিয়ে খবর তৈরি হয়। এ নিয়ে কখনও বিরক্তি ধরে না। এভিয়েশন নিয়ে মানুষের দারুণ কৌতূহল আছে।’

এভিয়েশন ব্লগিং স্যাম চুইয়ের পেশা হয়ে গেছে। এ দিকটি বেছে নিলেন কেন? তার উত্তর, ‘এটা আমার অনেকদিনের শখ। সম্ভবত লাইফটাইম শখ! শখটাই এখন চাকরি হয়ে গেছে বলতে পারেন। খুব কম বয়স থেকেই এভিয়েশনের প্রতি ভালো লাগা জন্মেছিল আমার। তাই ঠিক করলাম এভিয়েশনের প্রতি আমার আবেগ ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের সঙ্গে শেয়ার করবো।’

বাংলাদেশি ভক্তদের সঙ্গে স্যাম চুই (ছবি: চৌধুরী আকবর হোসেন) বিশ্বজুড়ে স্যামের অসংখ্য ভক্ত রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনেকে সমবেত হয়েছিল। তাই একঘণ্টায় ৬ হাজার ৮০০ সেলফি তুলতে হয়েছে তাকে! তিনি বললেন, ‘এক বালক বললো আমার সঙ্গে দেখা করতে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে সে। এটা অসাধারণ ব্যাপার। আমার জীবনে এমন গল্প ছিল না। বাংলাদেশি ভক্তদের ভালোবাসা আমার হৃদয় ছুঁয়েছে।’

বুধবার (৬ মার্চ) দুপুরে নিজের ফলোয়ারদের মধ্যে চারজনকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ভ্রমণ করবেন স্যাম চুই, যারা আগে কখনও আকাশপথে যাতায়াত করেননি আর এভিয়েশনের প্রতি ভালো লাগা আছে। তারা হলো সুরাইয়া রহমান (২৪), খালিদ হাসান আসিফ (২২), মোহাম্মদ লাবিব খান (১৭) ও হাসিবুল হোসেন (২২)। ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে ইমেইল ঠিকানা জানিয়ে তাদের নির্বাচন করেছেন তিনি। আগামীতেও এই ধারাবাহিকতা রাখার ইচ্ছে প্রকাশ করেন বিখ্যাত মানুষটি।

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!