X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পোল্যান্ডে চালু হচ্ছে বিশ্বের গভীরতম পুল

জার্নি ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২৩:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২৩:৪০

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা সাঁতারুরা ভেসে বেড়াচ্ছেন পুলে, জলের ভেতরে দাঁড়িয়ে গা না ভিজিয়েই তা দেখছেন দর্শনার্থীরা! এমন চিত্র এতদিন ছিল কল্পনা। এবার তা রূপ নিচ্ছে বাস্তবে।

পোল্যান্ডে এ বছর চালু হবে বিশ্বের গভীরতম সুইমিং পুল। এর নিচে থাকবে সুড়ঙ্গ। এর মাধ্যমে ১৪৮ ফুট (৪৫ মিটার) নিচে নামার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা পুলে থাকবে আট হাজার ঘনমিটার জল। এই সংখ্যা অলিম্পিক গেমসে ব্যবহৃত ২৫ মিটার গভীর পুলে গড়ে যত জল থাকে তার চেয়ে ২৭ গুণ বেশি। এটি চালু হলে কেমন দেখাবে সেই গ্রাফিক উপস্থাপনা প্রকাশিত হয়েছে।

ডিপস্পট পুলের নির্মাণ কাজ চলছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে ৩০ মাইল দূরে মস্তানফ শহরে ‘ডিপস্পট’ নামের পুলটির নির্মাণ কাজ চলছে। এর কাঠামো মজবুত রাখতে ব্যবহৃত হচ্ছে ১ হাজার ১০০ টন স্টিল।

ডিপস্পট পুলের নির্মাণ কাজ চলছে পেশাদার স্কুবা ডাইভার হতে প্রশিক্ষণ নেওয়া যাবে সেখানে। ডিজাইনাররা বলছেন, আনাড়ি ও অভিজ্ঞ ডুবুরি উভয়ের জন্য এটি মানানসই মনে হবে।

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা মজার বিষয় হলো, শরীর না ভিজিয়েও পুলটির সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে। একটি সুড়ঙ্গের মাধ্যমে নামা যাবে জলের নিচেও! একইসঙ্গে পুলের অভ্যন্তরে কনফারেন্স রুম ও রেস্তোরাঁ থেকে সব দেখতে পারবেন দর্শনার্থীরা। নীল জলরাশি উপভোগের মতো জুতসই কক্ষসহ হোটেলও থাকবে।

ওয়াই-ফোর্টি ডিপ জয় ডিপস্পট চালু হলে ইতালির ভেনিসের কাছে মন্টেগ্রোটো টার্মে অবস্থিত হোটেল টার্ম মিলেপিনিতে ২০১৪ সালের ৫ জুন চালু হওয়া ‘ওয়াই-ফোর্টি ডিপ জয়’ গভীরতম পুলের শীর্ষস্থান থেকে নিচে নেমে যাবে। এটি ডিজাইন করেছিলেন স্থপতি ইমানুয়েল বোয়ারেতো। এরও আগে রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের ব্রাসেলসে অবস্থিত নেমো থার্টি থ্রি ডাইভিং সেন্টারের দখলে। 

ব্লু অ্যাবিস পুলের নির্মাণ কাজ চলছে এদিকে সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২০ সালে ব্রিটেনে চালু হতে যাচ্ছে ডিপস্পটের চেয়েও গভীরতম পুল। ইংল্যান্ডের কোলচেস্টার শহরে এখন তৈরি হচ্ছে ১৬৪ ফুট (৫০ মিটার) গভীর ‘ব্লু অ্যাবিস’। এর ব্যবস্থাপনা পরিচালক জন ভাইকারস জানান, বাণিজ্যিক নভোচারীদের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হবে এতে। এছাড়া থাকবে মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পারফর্ম্যান্স ভিত্তিক সহায়তা কেন্দ্র।
১৪৮ ফুট কতটা গভীর

* ব্রাজিলের রিও ডি জানেইরোর বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারের উচ্চতা ১২৫ ফুট। ডিপস্পটের গভীরতার দৈর্ঘ্য এর চেয়েও বেশি।

* গড় উচ্চতার ২৭ জন মানুষ একজন অন্যের ওপরে দাঁড়ালে যতটা উঁচু হবে ডিপস্পট তত উঁচু।
* যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির মোট আকার বেদী বাদে ৩০৫ ফুট। ডিপস্পটের আয়তন এর প্রায় অর্ধেক।
সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ