X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঘরে কোন ইনডোর প্ল্যান্ট কেন রাখবেন

জীবনযাপন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১

ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে কেবল স্বাস্থ্যই ভালো থাকে না, পাশাপাশি বাড়ির ভেতরের বাতাস থাকে প্রাণবন্ত ও স্বাস্থ্যকর। কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো সহজেই যত্ন নেওয়া যায়। গাছগুলো তাদের চারপাশের বাতাসকে বিশুদ্ধ করার জন্য সেরা। জেনে নিন এমনই কিছু গাছ সম্পর্কে। 

 

স্পাইডার প্ল্যান্ট 
ঘরে রাখতে পারেন স্পাইডার প্ল্যান্ট। ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য বিষাক্ত বায়ুর বিরুদ্ধে দুর্দান্ত যোদ্ধা এই গাছ। এই দূষকগুলো কাগজের ব্যাগ, মোমযুক্ত কাগজ, ন্যাপকিন, প্লাইউড প্যানেলিং এবং সিন্থেটিক কাপড়ে পাওয়া যায়। এই গাছের খুব বেশি যত্নেরও প্রয়োজন নেই। স্পাইডার প্ল্যান্ট সাধারণ আর্দ্রতা পছন্দ করে, তাই তাদের খুব শুষ্ক বা খুব ভিজা রাখবেন না। উজ্জ্বল থেকে মাঝারি পরোক্ষ সূর্যের আলোয় রাখুন তাদের। খুব বেশি গরম পছন্দ করে না এই গাছ। 

পিস লিলি
পিস লিলি বাড়ির সাজসজ্জার জন্য দুর্দান্ত। গ্রীষ্মে, এর চমৎকার সাদা ফুল বদলে দেয় ঘরের চেহারা। এই হাউসপ্ল্যান্টটি বায়ু দূষণকারী উপাদানগুলোকে অপসারণ করার জন্য প্রো-অ্যামোনিয়া, ফর্মালডিহাইড এবং ট্রাইক্লোরিথিলিন শোষণ করে এবং অভ্যন্তরীণ বাতাস পরিষ্কার রাখে। পিস লিলি লাগানোর জন্য এমন মাটি ব্যবহার করুন যা আর্দ্রতা ধরে রাখতে পারে এবং সময়ের সাথে ধীরে ধীরে শুকিয়ে যায়। একেবারে খটখটে শুকিয়ে যাওয়া এই গাছের পছন্দ নয়। আবার তারা সবসময় ভেজা থাক্তেও পছন্দ করে না। 

স্নেক প্ল্যান্ট
বেডরুমের জন্য একটি হাউসপ্ল্যান্ট হচ্ছে স্নেক প্ল্যান্ট। কারণ এটি ঘরের ভেতরের বাতাস পরিশুদ্ধ করে। ট্রাইক্লোরোইথিলিন, ফর্মালডিহাইড, টলুইন, বেনজিন এবং জাইলিনসহ সমস্ত ধরণের টক্সিন অপসারণ করে এই গাছ। এর যত্ন নিতে বাড়তি সময় খরচ করতে হবে না আপনার। 

স্নেক প্ল্যান্ট। ছবি- সংগৃহীত

অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বককে মসৃণ ও ময়শ্চারাইজ করে এবং রোদে পোড়া দাগ দূর করে ত্বক থেকে। অ্যালোভেরার বেঁচে থাকার জন্য প্রয়োজন উজ্জ্বল আলো। ঘরে এই গাছ রাখতে চাইলে জানালার পাশে রাখুন যাতে উজ্জ্বল আলো ও রোদ পায় এই গাছ।  

গোল্ডেন পোথোস
বাতাস থেকে ট্রাইক্লোরোমিথাইলের মতো রাসায়নিক অপসারণ করতে দুর্দান্ত গোল্ডেন পোথোস। আঠা, পেইন্ট এবং ডিটারজেন্টে পাওয়া যায় এই ধরনের রাসায়নিক। এই গাছের যত্ন নেওয়াও ভীষণ সহজ। তারা উজ্জ্বল এবং পরোক্ষ সূর্যালোক পছন্দ করে, তবে তারা মাঝারি থেকে কম আলোর মতো বিভিন্ন পরিস্থিতিতেও দিব্যি মানিয়ে নেয়। তবে সরাসরি সূর্যালোকে রাখবেন না এই গাছ। 

গোল্ডেন পোথোস। ছবি- সংগৃহীত

রাবার প্ল্যান্ট
রাবার গাছের বিশাল পাতা বাতাস থেকে সমস্ত খারাপ পদার্থ শোষণ করে। তাই পাতা থেকে ধুলো মুছতে ভুলবেন না। এই গাছ উজ্জ্বল আলো পছন্দ করে, তবে সরাসরি রোডে রাখা যাবে না। জানালার পাশে রাখার চেষ্টা করুন যাতে পর্দা রয়েছে। 

তথ্যসূত্র: ব্রাইট সাইড 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ