X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভিকি’স মীনা বাজার

জীবনযাপন ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ১২:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৩৭

‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’ স্লোগান নিয়ে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ভিএএ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভিকি’স মীনা বাজার। এই মীনা বাজারে সাবেক শিক্ষার্থী উদ্যোক্তাদের অংশগ্রহণে বসেছিল হরেক রকমের স্টল। আয়োজনটি  শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী ঢাকা লেডিস ক্লাবে উদযাপিত হয়।

শাড়ি, সালোয়ার কামিজ, ঘর সাজানোর পণ্য, চামড়াজাত পণ্য, জুয়েলারি, খাবারের পাশাপাশি আরও অনেক ধরনের পণ্য ছিল মেলায়। এছাড়াও ছিল হেলথ কেয়ার, মানসিক স্বাস্থ্য, গাইনি ও আইন বিষয়ক নানাবিধ পরামর্শ নেওয়ার সুযোগ। 

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, সংসদ সদস্য আরমা দত্ত, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, কার্যনির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খান এবং কার্যনির্বাহী  কমিটির সদস্যবৃন্দ। 

উদ্বোধনী ঘোষণার পর আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র লেখাপড়ায়ই প্রথম নয়; বরং মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনেও সফলতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’  তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।  

সার্বিক আয়োজন নিয়ে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বলেন, ‘আমাদের এই আয়োজন ভিকিস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাদের নিয়ে। আমাদের অ্যাসোসিয়েশনের অনেক উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে নিজেদের ব্যাবসা পরিচালনা করছেন। আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভিকি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ তৈরি করা এবং নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করা।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ