X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে 'শিশুশিল্প' উৎসব

লাইফস্টাইল ডেস্ক
১৬ মার্চ ২০১৭, ১৭:০০আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৭:০২

বঙ্গবন্ধুর জন্মদিনে 'শিশুশিল্প' উৎসব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রাজধানীর পল্লবীতে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্টার ফর এডভান্স নারচারিং এন্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস) এর ‘ফ্লাগশিপ ইভেন্ট’ শিশুশিল্প উৎসব। আগামীকাল ১৭ মার্চ শিশু দিবসে অনুষ্ঠিতব্য ক্যানভাস আর্ট ফেস্ট-২০১৭ শিরোনামের এই আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। প্রতিবারের মতো এবারও নানা রঙে সাজানো হয়েছে আগামী প্রজন্মের জন্য নিবেদিত এই উৎসবকে।

সকালেই থাকছে উম্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী চলবে দিনভর। একই সময়ে অভিজ্ঞ শিল্পীদের তত্ত্বাবধানে চারুকলার বিভিন্ন বিষয়ে বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনকারী শিশুদের চিত্রাঙ্কন ও রঙ, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলার সম্পর্কে জানানো হবে। একইসঙ্গে তারা হাতে-কলমে শেখারও সুযোগ পাবে।

তিন থেকে ১৫ বছর বয়সী শিশুরা বিভিন্ন গ্রুপে উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। আগ্রহীদের ক্যানভাসের ওয়েবসাইটে canvasartfest.com যুক্ত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যা বিনামূল্যেই করা যাবে। তবে কর্মশালায় অংশ নিতে নির্দিষ্ট ফি দিতে হবে। কর্মশালায় শিক্ষক হিসেবে থাকছেন চারুকলার বিভিন্ন শাখার অভিজ্ঞ শিল্পীবৃন্দ।

প্রতিষ্ঠালগ্ন পল্লবীর ৩২ নম্বর রোডে দিনব্যাপী এই উৎসবটি আয়োজন করে আসছে ক্যানভাস। শিশুশিল্পীদের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, জলপুতলের পাপেট শো, শোয়েব, রিজভী, কুয়াশা ও রাফার গান ছাড়াও এবারের আয়োজনে থাকছে ‘ভার্চুয়াল রিয়েলিটি’ উপভোগের সুযোগ।

উৎসবের ভোরে গোষ্ঠ গান করবেন কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পীরা। এ সময় স্বাগত বক্তব্য রাখবেন ক্যানভাস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম (এফসিএ)। সন্ধ্যায় উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।  এছাড়া তাছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্কাটুনিস্ট আহসান হাবীব, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, শিল্পী নায়লা আজাদসহ আরও অনেকে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র