Vision  ad on bangla Tribune

হিল জুতার যত্ন

লাইফস্টাইল ডেস্ক১৫:৪৫, জুন ২০, ২০১৭

ফ্যাশনেবল ও দামি জুতা যদি মাস না পেরুতেই বিবর্ণ হয়ে যায়, তবে মন খারাপ হবে নিশ্চয়! এছাড়া সরু হিলের জুতা ব্যবহার করতে গিয়ে ভেঙেও যায় মাঝেমধ্যে। হিল জুতা দীর্ঘদিন ভালো রাখতে প্রয়োজন সঠিক ব্যবহার ও যত্ন।

হিল জুতা
জেনে নিন হিল জুতার যত্নআত্তি সম্পর্কে-    

  • হিল জুতা পরে কখনও গাড়ি চালাবেন না। এতে হিল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • জুতা পরিষ্কার রাখুন সবসময়। চামড়ার জুতা পরিষ্কার রাখার জন্য পাতলা কাপড় ও কন্ডিশন পলিস ব্যবহার করতে পারেন।
  • জুতার দুর্গন্ধ দূর করার জন্য রাতে সামান্য বেকিং সোডা ছড়িয়ে রাখুন জুতার মধ্যে। পরদিন পাতলা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • হিল জুতা ক্লজেটে রাখার সময় অন্যান্য জুতার সঙ্গে না রেখে আলাদা অংশে রাখুন।
  • সপ্তাহে একদিন হিল জুতা পরবেন না। এতে জুতা যেমন যত্নে থাকবে, তেমনি সুস্থ থাকবে পা দুটোও।

তথ্য:টাইমস অব ইন্ডিয়া  

/এনএ/

 

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ