X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অন্দরে লাগুক উৎসবের রং

সাবিহা কুমু
২২ জুন ২০১৭, ১৯:৩০আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:৩০
image

ঈদে অতিথিরা আসেন বাসায়। তাই নিজে সাজার পাশাপাশি একটু পরিপাটি রাখা চাই অন্দরও। ঈদ উপলক্ষে তাই ছোটখাট কিছু পরিবর্তন এনে সাজিয়ে ফেলতে পারেন প্রিয় গৃহকোণ।

দেশীয় সাজে সাজাতে পারেন বসার ঘর
ঘরে প্রবেশ করার পথে মাটির পটারি, সতেজ গাছ, পাথর, ল্যাম্প, আয়না ইত্যাদি রাখতে পারেন। এসবের সাথে মাটির পাত্রে পানি দিয়ে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে কিছু মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দিন। উৎসবের সাজে যোগ হবে ভিন্ন মাত্রা।
বসার ঘর 
ঈদের সাজের ক্ষেত্রে যে ঘরটি প্রথমেই প্রাধান্য পায় সেটি হচ্ছে বসার ঘর। সাধ ও সাধ্যের সমন্বয় করে বসার ঘর সাজিয়ে ফেলুন। রুচি অনুযায়ী আধুনিক সাজে সাজাতে পারেন ঘর। আবার কেউব দেশীয় উপাদান দিয়ে দেশীয় আঙ্গিকে সাজাতে ভালবাসে ঘর। সাজের ক্ষেত্রে সোফার কাভার, কুশন কাভার হওয়া চাই উজ্জ্বল রংয়ের। পর্দার রংয়ে সামঞ্জস্য থাকা জরুরি। সেক্ষেত্রে লাল, নীল, সবুজ ও কমলা রংগুলো প্রাধান্য পাবে। পর্দার রংয়ের সাথে মিলিয়ে  মেঝেতে শতরঞ্জি বা শীতল পাটি বিছানো যেতে পারে। তবে দেশীয় ঢঙে বসার ঘরের সাজ তখনি পূর্ণতা পাবে যখন সেন্টার টেবিলে স্বচ্ছ কাচের পাত্রে পানি দিয়ে বেশ কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হবে। সেই সাথে ঘরের কোণে বা জায়গা বুঝে রাখতে পারেন সতেজ গাছ, পটারি ও ল্যাম্প। আবার মেঝেতেও বসার ব্যবস্থা করা যেতে পারে। মেঝেতে নকশিকাঁথার ম্যাট বিছিয়ে বা শতরঞ্জি পেতে এই বসার আয়োজন করা যেতে পারে। এর ওপরে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে বেশ কিছু রঙিন ছোট-বড় কুশন।
বসার ঘরে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে চাইলে সোফা ও কুশন কাভারের জন্য কালো, অফ হোয়াইট, চকলেট, কফি ইত্যাদি রংগুলো বেছে নিতে পারেন। সেই সাথে পর্দার রংও হবে সামঞ্জস্যপূর্ণ। পর্দার কাপড়ের ক্ষেত্রে একটু ভারি সিল্ক, নেট বা সিল্কের সাথে কাতান পাড় বসানো পর্দা ভালো লাগবে। সোফা ও পর্দার রংয়ের সঙ্গে মিল রেখে মেঝেতে বিছিয়ে নিন মানানসই কার্পেট বা রাগস্‌। একটু বড় আকারের সেন্টার টেবিল রাখুন বসার ঘরে। সেন্টার টেবিল গোলাকার হলে মাঝখানে ক্রিস্টালের পাত্রে বেশ কিছু রঙিন পাথর বা মার্বেল রাখতে পারেন। অন্যান্য আকারের ক্ষেত্রে বড় আকৃতির কয়েকটা মোম রাখতে পারেন টেবিলে। সিলিংয়ে ঝোলাতে পারেন আধুনিক নকশার ক্রিস্টাল ঝাড়বাতি।

মেঝেতে বসার ব্যবস্থা করতে পারেন
খাবার ঘর     
খাবার পুরোপুরি আকর্ষণীয় হবে তখনই যখন সেটা সুন্দর করে পরিবেশন করা হবে। তাই খাবার পরিবেশনের পাত্র ও খাবার টেবিলের সাজের দিকে বিশেষ নজর দিতে হবে। টেবিলের আকৃতি বুঝে টেবিল সাজান। টেবিলটি যদি লম্বাটে আকৃতির হয় তবে মাঝখানে রানার বিছিয়ে চারপাশে রঙিন ম্যাট বিছাতে পারেন। রানারের ঠিক মাঝখানে রাখা যেতে পারে ছোট ফুলদানীতে কিছু তাজা ফুল বা ছোট গাছ। কয়েকটা লম্বাটে মোমও রাখা যেতে পারে। টেবিলটি যদি গোলাকৃতির হয় তবে টেবিলের উপরে গোলাকৃতির টেবিল ক্লথ বিছিয়ে উপরে মানানসই ম্যাট বিছাতে হবে। টেবিল ক্লথটি নকশিকাঁথা কাজের বা রঙিন ব্লক-বাটিকের হতে পারে। টেবিলের ঠিক মাঝখানে বড় একটি কাচের জারে বেশ কিছু তাজা ফুল বা ফুলের পাপড়ি পানিতে ভাসিয়ে মধ্যে একটা ফ্লোটিং মোম জ্বালিয়ে দিলে টেবিলটি আকর্ষণীয় হয়ে উঠবে। খাবার টেবিলের কাছাকাছি দেয়াল লাগোয়া সাপর্টিং টেবিল রেখে তাতে রাখা যেতে পারে প্রয়োজনীয় প্লেট, গ্লাস, চামচ স্ট্যান্ড ইত্যাদি। টেবিলের ঠিক ওপরে ঝুলিয়ে দেয়া যেতে পারে রঙিন  ল্যাম্প শেড। খাবার ঘরের পর্দা পাতলা ও উজ্জ্বল রংয়ের হলে ভালো লাগবে। যেহেতু ঈদ উৎসব, তাই পর্দার কাপড় হিসেবে সিল্ক-মসলিন, জামদানী বা তাঁতের শাড়ি তৈরি পর্দা ভালো লাগবে। ঘরের কোণে বা ফ্রিজের ওপরে ছোট একটা সজীব গাছ রেখে দিন। পূর্ণতা পাবে ঘরের সাজ।

মজার রান্নার পাশাপাশি সেটি পরিবেশন কীভাবে করছেন তাও জরুরি
শোবার ঘর, রান্নাঘরেও ছোটকাহট কিছু পরিবর্তনের মাধ্যমএ নিয়ে আসতে পারেন উৎসবের আমেজ। সাজ যেমনই হোক না কেন, তাতে যেন থাকে নতুনত্ব ও রুচির ছোঁয়া।

লেখক: ইন্টেরিওর ডিজাইনার, অ্যাস্থেটিক ইন্টেরিয়র'স

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা