X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আনুশকা-বিরাট বিয়ে: বর-কনের সাজসজ্জা

নওরিন আক্তার
১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫
image

অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অপেক্ষার পালা শেষে এই দুই তারকা একসঙ্গে থাকার আনুষ্ঠানিক শপথ নিলেন। ইতালির মিলানে খুব কাছের কিছু মানুষজন নিয়েই বিয়ে ও আনুসাঙ্গিক কয়েকটি অনুষ্ঠান সেরে ফেলেছেন এই তারকা দম্পতি।
নিজেদের বিশেষ দিনে কী পরবেন আনুশকা-বিরাট? গয়নাই বা কেমন হবে? এসব প্রশ্নের উত্তরও মিলেছে। প্রতিটি অনুষ্ঠানেই বর-কনে পরেছেন খ্যাতিমান ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা পোশাক।
আংটি-বদল অনুষ্ঠান

আংটি-বদল অনুষ্ঠান
বিয়ের আগে ঘরোয়াভাবে আংটি বদল সেরে নিয়েছেন আনুশকা-বিরাট। এদিন আনুশকা পরেছিলেন ভেলভেটের শাড়ি ও হাতাকাটা ব্লাউজ। মেরুন রঙের শাড়িতে হ্যান্ড এমব্রয়ডারির কাজ করা ছিল। পাথর, জরি ও মুক্তাখচিত জমকালো শাড়ির সঙ্গে হীরা ও মুক্তার গয়না পরেছিলেন আনুশকা। শাড়ি ও গয়নার নকশা করেছেন সব্যসাচী মুখার্জি। নরম গোলাপি লিপস্টিক ও ছোট্ট এক বিন্দু টিপে সেজেছিলেন এই অভিনেত্রী।  
বিরাট কোহলি এদিন পরেছিলেন নীল ব্লেজার।
মেহেদি ও সংগীত অনুষ্ঠান

মেহেদি ও সংগীত অনুষ্ঠান
৬০ দশকের বোহেমিয়ান আবহে অনুষ্ঠান সাজিয়েছিলেন আনুশকা-বিরাট। মেহেদি অনুষ্ঠানে উজ্জ্বল গোলাপি ও কমলা গ্রাফিক হ্যান্ড প্রিন্টের লেহেঙ্গা পরেছিলেন আনুশকা। ডিজাইনার সব্যসাচী মুখার্জি জানান, উজ্জ্বল গোলাপি আনুশকার সবচেয়ে পছন্দের রং। একারণেই গোলাপি ও কমলার মিশেলে হ্যান্ড প্রিন্টেড লেহেঙ্গাটি প্রস্তুত করা হয়েছে আনুশকার জন্য। পুরো অনুষ্ঠান জুড়েই যেন থাকে উজ্জ্বল সব রঙের ছড়াছড়ি- এমন নির্দেশও ছিল এই অভিনেত্রীর। সিল্কের লেহেঙ্গার উপরের অংশে ছিল ষাটের দশকের পপ প্রিন্ট। নীল, সবুজ, কমলা, গোলাপির মতো সব উজ্জ্বল রঙের উপস্থিতি ছিল লেহেঙ্গাজুড়ে।  রঙিন লেহেঙ্গার সঙ্গে বাইশ ক্যারেট স্বর্ণের ঝুমকা পরেছিলেন আনুশকা। ইরানিয়ান টারকোয়েজ, হীরা ও জাপানিজ মুক্তা বসানো দুলের ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি।   
বিয়ে

বিয়ে
বিয়ের দিন জমকালো সাজে সেজেছিলেন আনুশকা শর্মা। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন। লেহেঙ্গাজুড়ে ছিল সূক্ষ্ম এম্ব্রয়ডারির কাজ। পোশাকের ডিজাইনার সব্যসাচী মুখার্জি জানান, হালকা সবুজ, হালকা গোলাপি ও হলুদের মিশ্রণে সাজানো হয়েছিল বিশেষ দিনের বিশেষ পোশাকটি। রূপা ও স্বর্ণের সুতা, মুক্তা এবং পাথরখচিত লেহেঙ্গাটি যেমন ট্র্যাডিশনাল সাজ ফুটিয়ে তুলেছিল, তেমনি আধুনিক লুকও এনে দিয়েছিল কনেকে।    
আনকাট ডায়মন্ড জুয়েলারিতে সেজেছিলেন জমকালো কনে। চোকার স্টাইলের নেকলেসজুড়ে ছিল হীরা, টারকোয়েজ, দুর্লভ সব পাথর ও মুক্তা। চোকারের পাশাপাশি লম্বা নেকলেস ও টায়রায় সেজেছিলেন আনুশকা।
কনের সঙ্গে মিলিয়ে হালকা গোলাপি রঙের শেরওয়ানি পরেছিলেন বর বিরাট কোহলি। পালক বসানো ও পাথরখচিত সিল্কের পাগড়ি ছিল মাথায়। হ্যান্ড এমব্রয়ডারির এই সিল্ক শেরওয়ানিটির ডিজাইনারও সব্যসাচী। তিনি জানান, ভিনটেজ বেনারসি প্যাটার্নে নকশা করা হয়েছে বরের পোশাক। শেরওয়ানির সঙ্গে অনুষঙ্গ হিসেবে স্বর্ণ ও জারদৌসির কাজ করা মিষ্টি গোলাপি রঙের সিল্কের ওড়না পরেছিলেন বিরাট। সব মিলিয়ে ‘সব্যসাচী বর-কনে’ ছিলেন জমকালো ও অভিজাত। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ