X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফুসফুস ক্যান্সারের লক্ষণ

আজরাফ আল মূতী
২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

ফুসফুস ক্যান্সারের লক্ষণ অতীতে ফুসফুস ক্যান্সারের লক্ষণ নির্ণয়ে সময় লাগলেও, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে একদম প্রাথমিক পর্যায়েই ফুসফুস ক্যান্সারের লক্ষণ নির্ণয় এবং দ্রুত ব্যবস্থা নিয়ে এর সঙ্গে লড়াই করা সম্ভব। সম্প্রতি এক প্রতিবেদনে এ ধরনের আটটি লক্ষণ প্রসঙ্গে জানিয়েছেন গবেষকরা। চলুন জেনে নেই লক্ষণগুলো সম্পর্কে-

১. ক্রমাগত কাশি

ক্রমাগত কাশি ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান একটি লক্ষণ। যদি আপনার বা পরিবারের অন্য কারো ক্রমাগত কাশি চলতে থাকে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নিবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপণ্ন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

২. বুকে ব্যথা

গবেষকদের তথ্য অনুযায়ী, দীর্ঘনিঃশ্বাস নেওয়ার সময়, কফ ফেলার সময় এবং হাসার সময়ও যদি বেশি সময় যাবত বুকে ব্যথা অনুভূত হয়, তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে। এ বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

৩. নিঃশ্বাসে স্বল্পতা

অল্পতেই শ্বাস ফুরিয়ে যাওয়া ও নিঃশ্বাস নিতে সমস্যা হওয়াটা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। শুধু তাই নয়, নিঃশ্বাস নেওয়ার সময় যদি শিস বাজানোর মতো শব্দ হয়, তাহলে আশঙ্কা রয়েছে যে ফুসফুস ক্যান্সার বাসা বাঁধছে আপনার শরীরে। এরকম হতে থাকলে বিষয়টি মোটেও হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।  

৪. অকারণে রুচি হারিয়ে ফেলা এবং ওজন কমে যাওয়া

কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই রুচি এবং ওজন কমে যাওয়াটাও ফুসফুস ক্যান্সারের আগামবার্তা বলেই জানিয়েছেন গবেষকরা। আর তাই, আপনার এরকম হতে থাকলে, বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. দুর্বলতা

কোনওভাবেই শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না? এমনটাও হতে পারে আপনার এই দুর্বলতা ফুসফুস ক্যান্সারের লক্ষণ। এক্ষেত্রে গবেষকদের পরামর্শ হচ্ছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং দুর্বলতার সঠিক কারণটি খুঁজে বের করুন।              

৬. হাড়ে ব্যথা

মেরুদণ্ড বা শিরদাঁড়ার ব্যথা বা শরীরের অন্য কোনও স্থানে হাড়ে ব্যথা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিন। কারণ ফুসফুস ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ এটি। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পেশীর ব্যথা এবং হাড়ের ব্যথা আলাদাভাবে বুঝাটা বেশ কষ্টকর। তাই হয়তো গবেষকরা জানিয়েছেন, ফুসফুস ক্যান্সারে হাড়ে যে ব্যথা হয় তা বিশ্রামের সময় ও বিশেষ করে রাতে বাড়তে থাকে। 

৭. আঙুল ফুলে যাওয়া বা সংকুচিত হওয়া      

অকারণে আঙুল ফুলে যাওয়া বা সংকুচিত হওয়া এবং আঙুলে ব্যথা অনুভূত হওয়া ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ বলেই জানিয়েছেন গবেষকরা। যদিও এটি অনেক ধরনের রোগের লক্ষণ হিসেবেই পরিচিত।

৮. মাথাব্যথা

মাথাব্যথাও ফুসফুস ক্যান্সারের লক্ষণ। আপনি যদি প্রতিদিন মাথাব্যথায় কষ্ট করেন, তাহলে আশঙ্কা রয়েছে ফুসফুস ক্যান্সার শরীরে বাসা বাধছে। এক্ষেত্রে ব্যথার ওষুধের বদলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম বলে জানিয়েছেন গবেষকরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ