X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১
ঈদ বাজার

জমজমাট বসুন্ধরা সিটির জুতার দোকান

হাসনাত নাঈম
০৮ জুন ২০১৮, ১৩:৩০আপডেট : ০৮ জুন ২০১৮, ১৫:০১
image

ঈদের আর মাত্র কিছুদিন বাকি। বসুন্ধরা সিটি শপিং মলে উপচে পড়া ভিড় এখন ক্রেতাদের। বিশেষ করে জুতার দোকানে ভিড়টা একটু বেশিই দেখা গেল। ক্রেতারা পছন্দমত জুতা কিনছেন প্রতিটি শোরুম ঘুরে ঘুরে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বসুন্ধরা সিটির জুতার দোকানিরা। চাহিদা মতো জুতা পেয়ে ক্রেতারাও সন্তুষ্ট।

বাটার দোকান
বৃহস্পতিবার বসুন্ধরা সিটি ঘুরে দেখা যায়, ব্র্যান্ডের শোরুমসহ প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের নিয়ে। কিনছেন সাধ্যের মধ্যে পছন্দসই জুতা।
বসুন্ধরা সিটির লেভেল সেভেনে গিয়ে দেখা গেল বাটার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাটার শপ ম্যানেজার মেহেদী হাসান জানান, মূলত ১৫ রোজার পর থেকেই মানুষের আনাগোনা বেড়েছে। এরই মধ্যে কোম্পানির দেওয়া টার্গেট পূরণ করতে পেরেছেন তারা। তিনি আরও জানান, বাটা এবার ঈদে কালো ও ধূসরের পাশাপাশি বিভিন্ন রঙের জুতা এনেছে। ঈদ উপলক্ষে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার নতুন ডিজাইন বাজারে নিয়ে আসা হয়েছে।

অ্যাপেক্সের দোকান
লেভেল সেভেনেরই অ্যাপেক্সের শোরুমেও ক্রেতা ছিল চোখে পড়ার মতো। অ্যাপেক্সের সিনিয়র স্টোর ম্যানেজার মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ক্রেতা সমাগম বেশ ভালো। অ্যাপেক্স এবার ঈদ উপলক্ষে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ নতুন ডিজাইনের জুতা বাজারে নিয়ে এসেছে।
চার সদস্যের পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী আফরোজা বেগম। অন্য কেনাকাটার পাশাপাশি সাধ্যের মধ্যে হওয়ার সবার জন্য জুতা কিনতে পেরেছেন তিনি। তিনি জানালেন, দামাদামির কোনও ঝামেলা না থাকায় স্বাচ্ছন্দ্যেই কিনেছেন জুতা।

থাইল্যান্ড ও চায়না থেকে আমদানি করা জুতা
ব্র্যান্ড শপ ছাড়াও বসুন্ধরা সিটিতে রয়েছে আরও বেশকিছু দেশি-বিদেশি জুতার দোকান। সেখানেও ক্রেতার ভিড় ছিল বেশ। চায়না ও থাইল্যান্ড থেকে আমদানি করা জুতার চাহিদা তরুণ তরুণীদের মধ্যে বেশি লক্ষ করা গেছে। এম. আর সুজ এর কর্মী উজ্জ্বল জানান, দোকানে চায়না ও থাইল্যান্ড থেকে আমদানি করা জুতার চাহিদা বেশি। ১ হাজার থেকে থেকে শুরু করে ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের জুতা রয়েছে বলে জানালেন তিনি। ঈদ উপলক্ষে ক্রেতারাও আসছেন বেশ।

ইমরানিয়া
বসুন্ধরা সিটির নিচতলার ওপেন স্পেসে রয়েছে ইমরানিয়া নামের দোকান। সেখানকার কর্মী রবিন জানান, এখান ৫০০ থেকে ৩৫০০ টাকা দামের জুতা রয়েছে। সব জুতাই চায়না থেকে আমদানি করা। ক্রেতাদের আগ্রহ কেমন জানতে চাইলে সন্তুষ্টি প্রকাশ করেন রবিন।
শুধু হাতেগোনা কয়েকটি দোকানই নয়, বসুন্ধরা সিটির প্রায় প্রতিটি জুতার দোকানই জমজমাট। ঈদের জুতা এখনও না কিনে থাকলে ঢুঁ মেরে দেখতে পারেন বসুন্ধরা সিটি থেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র