X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি

হাসনাত নাঈম
৩০ অক্টোবর ২০১৮, ২০:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:৪৯

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি বাংলাদেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ৪০ বছরপূর্তি উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে আয়োজন করেছিল তিন দিনব্যাপী ‘আড়ং ফোরটি ইয়ার্স ফেস্টিভ্যাল’। আর ফেস্টিভ্যাল উপলক্ষে আড়ং দর্শনার্থীদের জন্য আয়োজন করে কারুশিল্প প্রদর্শনী। মাঠ জুড়ে সাজানো হয়েছিল ১২টিরও বেশি বিভিন্ন কারুশিল্পের স্টল দিয়ে। কীভাবে কোন পদ্ধতিতে সৃষ্টি হয় আড়ংয়ের এক একটি পণ্য, তা সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছিল দর্শনার্থীদের জন্য। ছিল দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা।

প্রদর্শনীতে জামদানীর স্টলটিতে প্রদর্শিত হয়েছে ৫০টিরও বেশি জামদানী শাড়ির ডিজাইন। একই সঙ্গে দেখার সুযোগ করা হয়েছিল জামদানী শাড়ির বুনন প্রক্রিয়া। দর্শনার্থীদের জন্য বুননের কাজটি করছেন সোনার গাঁও সেকশনের এলেম মিয়া। তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ আছেন আড়ংয়ের এই জামদানী সেকশনে।

পারুল ব্লক প্রিন্টিং স্টলটিতে ছিল বাহারি ধরনের ব্লক। দেওয়ালে সাজানো হয়েছিল শতাধিকের বেশি কাঠের তৈরি ব্লক। আড়ং ১২টি জেলার ১৩টি জায়গা থেকে মো২১৯ জন কারিগরের কাছ থেকে ব্লক প্রিন্টিংয়ের জন্য ব্লক সংগ্রহ করে থাকে। স্টলটিতে সরাসরি ব্লক তৈরির কাজ করছেন মানিকগঞ্জের পারুল। তিনি এই পেশায় আড়ংয়ের সঙ্গে আছেন ১৭ বছর যাবৎ।

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি সূচীশিল্পের স্টলটির চারদিকের দেওয়াল সাজানো হয়েছিলো বিভিন্ন পাখি, পশু, ফুল, চাদার. শাড়ির পাড় দিয়ে। প্রতিটি কাজে প্রকাশ পেয়েছে শৈল্পিক নৈপুণ্য। স্টলটিতে কাপড়ে সূচের কাজ করছে ৬ জন। এদের মধ্যে উত্তরার কণা কাজ করছেন ২২ বছর ধরে আড়ংয়ের সঙ্গে। আগ্রহীরা এখন থেকেও বিভিন্ন দিকনির্দেশনা পেয়েছেন সূচীশিল্পের বিষয়ে। রামকৃষ্ণ কর্মকার

আড়ংয়ে বিক্রিত মেয়েদের গহনা সংগ্রহ করা হয় ১০টি জেলার ২০টি স্থান থেকে। প্রদর্শনীতে রয়েছে গহনা শিল্পের আলাদা স্টল। এখানে প্রদর্শীত হয় বিভ্ন্নি অসাধারণ ডিজাইনের গহনা। এখানে সরাসরি গহনা তৈরির কাজ দেখিয়েছেন রামকৃষ্ণ কর্মকার। তিনি এবার আড়ং থেকে আজীবন সম্মাননা পেয়েছেন। আড়ংয়ের তিনি কাজ করছেন ১৯৯৪ সাল থেকে। 

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি আড়ংয়ের প্রতিটি পণ্যের ছিল আলাদা প্রদর্শন। এর মধ্যে কার্পেট বুননও বাদ যায়নি। সারি সারি কার্পেট দিয়ে সাজানো এই স্টলে সাভারের আলি আকবর।দেখিয়েছেন কার্পেট বুনন প্রক্রিয়া।  তিনি ১৯৯১ সাল থেকে আছেন আড়ংয়ের সঙ্গে।

বাঁশের তৈরি পণ্য নিয়ে আড়ং সাজিয়েছিল বাঁশজাত পণ্যের স্টল। এখানে শোভা হিসেবে বিদ্যমান ছিলো বাঁশের তৈরি ঝুড়ি, মোড়া, মাথাইলসহ আরও অনেক পণ্য। এখানে সরাসরি পণ্য তৈরি করে দেখিয়েছেন টাঙ্গাইলের আব্দুল হাকিম।

কাঠের তৈরি নানা পণ্যের প্রদর্শনী করা হয়েছি কাঠ খোদাই স্টলে। কুমিল্লার আনন্দ চন্দ্র শর্মা আড়ংয়ের সঙ্গে আছেন ২২ বছর যাবৎ। তিনিই কাঠের মূল কারিগর।  

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি প্রায় হারিয়ে যাওয়া মৃৎশিল্পকে আবার জনসমক্ষে নিয়ে এসেছে আড়ং। এ নিয়ে ছিল আলাদা স্টল। মাটির তৈরি শতাধিক পণ্যের প্রদর্শনী রয়েছে এখানে। এখানেও দেখানো হচ্ছে কিভাবে তৈরি করা হয় মাটির পণ্য। পটুয়াখালীর কুমার কমল পাল দর্শনার্থীদের জন্য সারাদিন জুড়ে মাটির হাড়ি বাসন তৈরি করেছেন।

এছাড়াও এই উৎসবে বিনামূল্যে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়েছে আড়ং।

আড়ং উৎসবে কারু ঐতিহ্যের সরব উপস্থিতি

এখানে ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে ছিল আলাদা স্টল। এখানে রেশম পোকার জন্ম থেকে কাপড় তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটিই দেখানো হয়েছে দর্শনার্থীদের।

রেশম পোকা ঊল্লেখ্য, আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে, গ্রামীণ কারু ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে আড়ং। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী। তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি হচ্ছে দেশজুড়ে আড়ংয়ের ২০টি আউটলেটে।

ছবি: আল মামুন 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড