behind the news
Vision  ad on bangla Tribune

ব্লিচ করুন ঘরে বসেই!

লাইফস্টাইল ডেস্ক১৩:২৯, মার্চ ২৭, ২০১৬

ব্লিচ করুন ঘরে বসেই!

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্লিচের বিকল্প নেই। এজন্য বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে ঘরে বসেই করে ফেলতে পারেন ব্লিচ। রোদে পোড়া দাগ, কালো ছোপসহ ত্বকের বিভিন্ন দাগ দূর করবে এটি। জেনে নিন কীভাবে করবেন ব্লিচ-   

লেবু ও পানি
একটি লেবু চিপে রস বের করুন। সমপরিমাণ পানি মেশান। প্রতিদিন কয়েকবার মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগান। নিয়মিত করলে রোদে পোড়া দাগ দূর হবে।  

মধু ও লেবু
১ টেবিল চামচ মধুর সঙ্গে একটি লেবুর রস মেশান। মিশ্রণটি গলা, ঘাড় ও মুখের ত্বকে লাগান। ত্বকের কালো দাগ দূর করবে এটি।

হলুদ ও দুধ
এক টুকরা হলুদ পেস্ট করে দুধের সঙ্গে মেশান। প্রতিদিন ত্বকে লাগান মিশ্রণটি। ত্বক উজ্জ্বল হবে।

গাজর ও গোলাপজল
গাজর বেটে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। রোদে পোড়া দাগ দূর হবে।

 

/এনএ/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ