X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হিমেল আমাদের অন্তরের মানুষ : হামীম কামরুল হক

সাক্ষাৎকার গ্রহণ : রায়হান কবির
২২ নভেম্বর ২০২৩, ২২:৫৭আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৫৭

রায়হান কবির : কবি ও অধ্যাপক হিমেল বরকত আপনার সহকর্মী ছিলেন। বহুদিন ধরে তাকে আপনি দেখেছেন, চিনেছেন। ব্যক্তি হিমেল বরকতকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
হামীম কামরুল হক : হিমেল বরকত খুবই চমৎকার, স্বতঃস্ফূর্ত ও সজীব একজন মানুষ ছিলেন। তাঁর সঙ্গ সবসময় স্বস্তিদায়ক ছিলো। খুবই রসবোধ সম্পূর্ণ মানুষ হিমেল। হিমেলের একাডেমিক, নন-একাডেমিক দুই ক্ষেত্রেই জানাশোনা ভালো ছিলো; বিচার-বিশ্লেষণেও চমৎকার ক্ষমতা ছিলো।
হিমেলের মধ্যে একটি গোছানো ব্যাপার ছিলো। তবে সে নিজেকেই ভুলে যেত, ভুলে যেত যে ওর যত্ন করা লাগবে, নিজেকে বিশ্রাম দেওয়া লাগবে, নিজেকে সময় দেওয়া লাগবে। প্রচুর কাজ পাগল মানুষ ছিলো। কাজের মধ্যে ডুবে গেলে আর কিছুতেই খেয়াল থাকতো না।


প্রশ্ন : কবিতার কোন বৈশিষ্ট্যের জন্য তাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি বলে মনে করেন?
উত্তর : আমার কাছে মনে হয় হিমেল তার কবিতায় সময়ের তুলনায় অনেক বেশি আধুনিক ছিলেন। তার পূর্বে যারা কবিতা লিখেছেন বাংলা ভাষায় এবং যদি বাংলাদেশে ষাট, সত্তর, আশি-নব্বই দশকের সময়গুলোকে বিবেচনায় নিই তাহলে দেখব—হিমেলের কবিতার বিষয়, শব্দপ্রয়োগ, তার আবেগ-অনুভূতি প্রকাশের যে জায়গা তা খুব পরিশীলিত এবং অনেক বেশি উদাত্ত আবেগের নিয়ন্ত্রণ রয়েছে কবিতায়।
হিমেলের কবিতাকে আমার খুবই নিবিড় ও ঘন বলে মনে হয়। সাহিত্য যে অ-দার্শনিক দার্শনিকতা লালন করে তা ফুঁটে ওঠতো কবিতায়; যা সেকুলার ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি।


প্রশ্ন : কবিতায় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নাকি হিমেল বরকত কে কাকে ছাড়িয়ে গেছে?
উত্তর : রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হিমেলের মধ্যে আসলে তুলনা চলে না। দুজনেই আলাদা ধরনের।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ শুধু কবি হিসাবেই নন তিনি সময়ের কণ্ঠস্বরও; ভাগ্যগুণে হোক বা অবস্থাগুণে হোক বা সময়ের কারণে হোক। বিশেষ করে নব্বইয়ের দশকে বাংলাদেশে যে রাজনৈতিক টানাপোড়েন চলছিল রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ কবি পরিচয়ের বাইরে সেই সময়ের প্রতিনিধি।
‘আধুনিকতা’ সাহিত্যের ক্ষেত্রে জনমুখী নয়। তা শিক্ষিত মার্জিত লোকের। সেই যায়গা থেকে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এর কবিতা হয় যদি সবার জন্য বা সার্বজনীন—সেই তুলনায় হিমেলের কবিতা সবার জন্য না। তবে হিমেলের কবিতা আরও বেশি আধুনিক ও সুদূরগামী।
সার্বজনীন নাহলেও হিমেলের কবিতা গভীর। আমার মনে হয় ভবিষৎ পাঠকের জন্য হিমেলের কবিতা ভালো দৃষ্টান্ত। একজন কবিকে তার পূর্ববর্তীদের আত্মস্থ করে একটি সম্পূর্ণ ভিন্ন কণ্ঠস্বর কীভাবে নির্মাণ করতে হয়, হিমেল কিন্তু তার কবিতায় সেই চেষ্টাটা করেছে। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ হয়তো অধিক জনপ্রিয়তা পেয়েছে, তবে শিল্প সফলতার দিক থেকে হিমেলকে কোনো অংশে ন্যূন বলা যাবে না।

প্রশ্ন : প্রাবন্ধিক হিমেল বরকত সম্পর্কে কিছু বলুন।
উত্তর : প্রাবন্ধিক হিমেল বরকত একজন দায়বদ্ধ মানুষ। একজন প্রাবন্ধিক বিশেষ কোনো দিকে আলো ফেলেন, চিন্তার জায়গাটিকে খুঁজে ফেরেন, হিমেল তেমনি করেছে প্রাবন্ধিক এবং গবেষক হিসেবে। যেমন চন্দ্রাবতীর রামায়ণ। আমি যদি চন্দ্রবতীর কোনো একটি বিষয় পড়াতে চাই বা পড়তে চাই তাহলে আমাকে হিমেলের কাছে যেতে হবে; আদিবাসীদের নিয়ে পড়তে, প্রান্তজনের সাহিত্য নিয়ে কাজ করতেও আমাকে হিমেলের কাছে যেতে হবে। এসব দিকই হিমেলের গবেষক বা প্রাবন্ধিক হিসেবে সফলতার জায়গা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড