X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাজী শাহেদ আহমেদের উপন্যাস ‘দাঁতে কাটা পেনসিল’র মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২২:৩০

বইয়ের প্রকাশনা উৎসবে লেখকসহ অন্যরা কাহিনিটি ৭২ বছর ধরে লেখকের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সময়ের আবর্তে তা আরও ঋদ্ধ হয়ে অবশেষে মলাটবন্দি হয়েছে। ‘দাঁতে কাটা পেনসিল’ নাম দিয়ে কাজী শাহেদ আহমেদ এবার তার দীর্ঘদিনের লালিত সেই কাহিনি উপন্যাস আকারে হাজির করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় লেখক নিজেই জানান কিভাবে তিনি কাহিনিটি এতদিন নিজের মধ্যে ধারণ করেছিলেন। প্রকাশনা উৎসবে উপস্থিত বিশিষ্টজনরাও উচ্ছ্বসিত প্রশংসা করেন লেখকের লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্যের। আশা প্রকাশ করেন, লেখনীর মাধ্যমেই যুগ যুগ বেঁচে থাকবেন তিনি।

জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদের এটি তৃতীয় উপন্যাস। ‘ভৈরব’ ও ‘পাশা’ নামে তার আরও দুটি বিপুল সমাদৃত উপন্যাস রয়েছে। ‘ভৈরব’ ইংরেজিতেও অনূদিত হয়েছে।

অটোগ্রাফ দিচ্ছেন কাজী শাহেদ আহমেদ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও কাজী শাহেদ আহমেদের জ্যেষ্ঠ ছেলে কাজী নাবিল আহমেদ, মেজ ছেলে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ও সাহিত্যিক কাজী আনিস আহমেদ এবং ছোট ছেলে ও বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, কবি শামীম রেজা, কথাসাহিত্যিক পারভেজ হোসেন প্রমুখ।

‘দাঁতে কাটা পেনসিল’ উপন্যাসটি লেখার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কাজী শাহেদ আহমেদ বলেন,‘৭২ বছর ধরেই বইটির কাহিনী মাথায় ঘুরপাক খেয়ে আসছিল। অবশেষে অনেক কষ্টে লিখেই ফেললাম। বইটি সম্পর্কে শুধু এটুকু বলতে পারি, এটি পড়তে বিরক্ত হওয়ার কোনও সুযোগ নেই। একবার পড়া শুরু করলে বই ছেড়ে ওঠা কঠিন হবে বলে আমি মনে করি। চেষ্টা করেছি খুবই যত্ম নিয়ে বইটি লেখা শেষ করতে।’

উপন্যাসটি লেখার অভিজ্ঞতা জানাচ্ছেন কাজী শাহেদ আহমেদ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,‘ব্যক্তিগতভাবে কাজী শাহেদ আহমেদকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি অনেক মেধাবী একজন লেখক। যদিও তিনি লেখালেখি অনেক পরে শুরু করেছেন, তবুও তার লেখনী দেখে বোঝার উপায় নেই তিনি নতুন লেখক। তার ‘ভৈরব’ থেকে শুরু করে ‘দাঁতে কাটা পেনসিল’ উপন্যাসগুলো আমি পড়েছি। শুধু একটা জিনিস বুঝেছি তার লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি নিজের মতো করে লেখেন। আশা করি, এই উপন্যাস তাকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘এর আগে কাজী শাহেদের যে রচনাগুলো প্রকাশ পেয়েছে, সবগুলোতে দেখেছি নতুন নতুন চমক নিয়ে তিনি হাজির হয়েছেন। তার লেখনীর মাধুর্য্য আমাদের মুগ্ধ করেছে। এছাড়া, আজকের কাগজ পত্রিকার সম্পাদক হিসেবে তাকে তৎকালীন সময়ে আরও একটি নতুন দিগন্তে পৌঁছে দেয়। আমি দোয়া করি ‘দাঁতে কাটা পেনসিল’ তার শেষ রচনা হবে না, তিনি আমাদের জন্য আরও ভালো ভালো রচনা উপহার দেবেন।’

 ছবি: সাজ্জাদ হোসেন

 

/আরএআর/এএম/
সম্পর্কিত
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
কাজী শাহেদ আহমেদের স্মরণসভা শুক্রবার
স্মরণসভায় বক্তারা‘নিষ্ঠা ও প্রেরণার বাতিঘর কাজী শাহেদ আহমেদ’
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী