X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘লোক’-এর ৩১তম সংখ্যা

দর্পন রাহমান
১৭ অক্টোবর ২০২২, ১৭:২০আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭:২০

বাংলা ভাষাভাষীদের পত্রিকা ‘লোক’-এর ৩১তম সংখ্যা অক্টোবরে প্রকাশিত হয়েছে। এই সংখ্যায় রয়েছে কবি আওলাদ হোসেনকে নিয়ে ক্রোড়পত্র। এছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, অনুবাদ ও ভ্রমণগদ্য লিখেছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১১২ জন লেখক।

কবিতার জন্য সংসারের মোহ-মায়া ত্যাগ করে কবিতা-যাপন করেছেন—এমন বক্তব্যে কবি আওলাদ হোসেনকে উপস্থাপন করা যায়। 
আবার ভণ্ড পিরের পাল্লায় পড়ে সারাজীবন সাধনার নামে পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি, আর্থিক অনটনে জীবনযাপন এবং নেশায় আচ্ছন্ন হয়ে পিরের কথামতো জীবন পরিচালনা করেছেন—এমন বক্তব্যেও কবি আওলাদ হোসেনকে উপস্থাপন করা যায়। 
এই পরস্পরবিরোধী দুই সত্তাকেই খুঁজে পাওয়া যায় কবি আওলাদ হোসেনের সম্পূর্ণ জীবন পরিসরে। 
লেখালেখির শুরু কবিতা দিয়ে। পেশাগত জীবনে সিভিল সার্ভিসে চাকরি করতেন। চাকরিসূত্রে ময়মনসিংহে থাকা অবস্থায় গোছালো সাংসারিক জীবন ছেড়ে আসন পাতেন কথিত ভণ্ড পিরের আসনে। এরপর থেকে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে, এমনকি চাকরিচ্যুত হয়ে পিরের সান্নিধ্যে বাকি জীবন কাটিয়ে দেন। তখন কবিতা লিখতেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও শেষমেশ ২০১২ সালে তার কবিতার বই প্রকাশিত হয়। 
‘তাঁর কবিতায় ত্রিমাত্রিক বর্ণচ্ছটায় যুক্ত হয়েছে প্রাচ্য ও প্রতীচ্যের মশলার সুঘ্রাণ, আলংকারিক দোলায় তা ভাসিয়ে নিয়ে যায় অচেনা মায়ালোকে। কবিতা তখন শোনার পাশাপাশি হয়ে ওঠে অনুভবের।’ [সম্পাদক]
কবির মেয়ে আমিনা হাসিন ছবি লিখেছেন, ‘...পির আব্বাকে নিয়ে বাইরে থাকতো। আমাদের সঙ্গে কথা বলা, দেখা করা আব্বার বারণ ছিল। আমরা এখানে (শুম্ভুগঞ্জ, পিরের বাড়ি) বন্দি ছিলাম।... পির আব্বাকে নেশাগ্রস্ত করে রাখত সবসময়। তার কোনো নিজস্ব ইন্দ্রিয় কাজ করত না। পির যা বলতো তাই করতেন।’
পিরের কথামতো শেষদিকে কবি আওলাদ হোসেন দ্বিতীয় বিয়ে করলে দুই মেয়েকে সঙ্গে নিয়ে তার প্রথম স্ত্রী আলাদা হয়ে যান। আমিন হাসিন ছবি ও তার ছোটবোন সবসময় তাদের আব্বার সঙ্গে যোগাযোগ রাখতে চেষ্টা করেছেন। কয়েকবার তাকে সাংসারিক জীবনে ফিরিয়ে আনতে চাইলেও উনি থাকেননি। 
আমিন হাসিন ছবি এই প্রসঙ্গে লেখেন : ‘আব্বার প্রতি আমার কখনো রাগ হয়নি, কষ্ট পেয়েছি। তবে তার লেখার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আমার কেবলি মনে হত লিখলে বুঝি ঘর ভেঙে যায়।’
আওলাদ হোসেনের উপর লিখেছেন, আমিনা হাসিন ছাবি, শামসুল ফয়েজ, ফরিদ আহমদ দুলাল, মোহন রায়হান, সৈয়দ কামরুল হাসান, তসলিমা নাসরিন, কাজল শাহনেওয়াজ, আবু সাঈদ কামাল, মাহমুদ আল মামুন, শাহীদা হোসেন রীনা, ইদ্রিস কাজল, মাহমুদ বাবু এবং নীহার লিখন। 

লোক।। সম্পাদক : অনিকেত শামীম।। প্রচ্ছদ : মোজাই জীবন সফরীর চিত্রকর্ম অবলম্বনে নাজিব তারেক।। মূল্য : ৩৫০ টাকা। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!