X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাবির হলের কক্ষের তালা ভাঙার চেষ্টা চালানো ছাত্রলীগ কর্মী বললেন ‘আমার ভুল হয়েছে’

জাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ২১:২৩আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২১:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের তালা ভেঙে রুম দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) মধ্যরাতে ওই হলের ৮০৮নং কক্ষের তালা ভেঙে রুম দখলের চেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন জনকে অভিযুক্ত করে প্রাধ্যক্ষ বরাবর অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন- ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী অনুরাগ দাস, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মুস্তাকিম রহমান রাফি ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪৯ ব্যাচের শিক্ষার্থী আরমানুল আলম। তারা সবাই শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে অনুরাগ দাসের নেতৃত্বে তালাবদ্ধ থাকা ৮০৮নং কক্ষের তালা ভাঙতে আসেন ছাত্রলীগের ৪/৫ জন নেতাকর্মী। এ সময় ওই রুমের বৈধ শিক্ষার্থীরা বাধা দিতে এলে তাদেরকে মারধর করেন অভিযুক্তরা। অভিযুক্ত রাফি উচ্চস্বরে চেঁচিয়ে জানান, হল প্রাধ্যক্ষের নির্দেশেই তারা তালা ভাঙতে এসেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, ‘অভিযুক্ত রাফি সন্ধ্যার দিকে কয়েকজন নিয়ে আমাদের রুমে তালা ভাঙতে আসে। তারপর তাদের সঙ্গে কথা বলার পর রাফি বলে, বিষয়টা দেখছি। রাতের দিকে আবার তালা ভাঙতে আসে। এ সময় রাফি কাপ ছুড়ে মারায় ভুক্তভোগী আমার পা কেটে যায়।’ 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অনুরাগ দাস দাবি করেন, ‘আমরা তথ্য পেয়েছিলাম ওই রুমে কেউ থাকে না। তাই তালা ভেঙে ভেতরে যাই। রুমে কেউ থাকে না এটি মিস ইনফরমেশন ছিল। তালা ভাঙার বিষয়টা আমার ভুল হয়েছে। আমি অপরাধ স্বীকার করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেবো।’ 

কক্ষ বণ্টন ও ফাঁকার খোঁজ রাখার দায়িত্ব প্রাধ্যক্ষের, আপনি কেন তা করতে গেলেন জানতে চাইলে অনুরাগ বলেন, ‘চারতলা ও পাঁচতলা তো ছাত্রলীগের প্রেসিডেন্ট—সেক্রেটারি পোর্শন ঘোষণা করা হয়েছে। এই ব্লকে যারা অ্যালাউড তারা অনেকেই নন—পলিটিক্যাল। আবার নন—অ্যালোটেড অনেকেই পলিটিক্যালি এখানে এসেছেন, সিট নিয়েছেন। এই একটা ঝামেলা হয়েছে। প্রশাসন শুরু থেকে চার ও পাঁচতলা ফাঁকা করেনি, অ্যালোট দিয়ে ফেলেছে। এখন নন—পলিটিক্যাল যাদের আর্জেন্সি আছে ও ব্লকে থাকতে চায় না তাদের থাকার জন্য ওই কক্ষটিতে ব্যবস্থা করতে গিয়ে তালা ভেঙেছি।’

অপর দুই অভিযুক্ত রাফি ও আরমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলমগীর কবীর বলেন, ‘আমি বিষয়টি জানার পরপরই রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাতেই এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছি। রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/এফআর/
সম্পর্কিত
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু