X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি

এস এম তাওহীদ, জাবি
২৩ এপ্রিল ২০২৪, ১৪:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনের সময় এক রিকশাচালককে চাপা দেওয়ার পর থেকে এটি পড়ে রয়েছে। এতে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে অ্যাম্বুলেন্সটি। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠানে মাদকদ্রব্য আনার সময় ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৪৫) একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস (৩০) নামের অটোরিকশাচালক নিহত হন। সেই সঙ্গে অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হন। এতে তার গর্ভের সন্তান মারা যায়। এ ঘটনার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা ৬০ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটি।

ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি কেন সংস্কার করা হচ্ছে না এমন প্রশ্নে পরিবহনের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক আওলাদ হেসেন বলেন, অ্যাম্বুলেন্সের নামে মামলা আছে। রাস্তায় বের করলে পুলিশ আটক করবে। ইতিমধ্যে দুইবার পুলিশ এসেছে অ্যাম্বুলেন্সটি নিতে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে হওয়ায় আমরা দেইনি। কিন্তু রাস্তা থেকে আটক করলে তো কিছু করতে পারবো না।

মাদক পরিবহনে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান বলেন, ওই ঘটনার দিন অ্যাম্বুলেন্সটি নেওয়ার সময় একজনকে রোগী হিসেবে দেখানো হয়েছে। এরপর মেডিক্যাল অফিসার তাকে হল প্রভোস্টের সুপারিশক্রমে অ্যাম্বুলেন্স দিয়েছে।

মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কোনও সাক্ষী নাই। এখন দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে চালকের ওপর। চালকেরতো কোনও দোষ নেই। তাকে যা বলা হয়েছে সে তাই করেছে।

মাদক পরিবহনের সময় অ্যাম্বুলেন্সে শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক রিফাত চৌধুরী ও ছাত্রলীগকর্মী ইমন ছিলেন। দুর্ঘটনায় রিফাত চৌধুরী আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। 
মাদক পরিবহনে যুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, এ বিষয়ে আমার জানা নাই।

এদিকে এ ঘটনার পর  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের মৌখিক আশ্বাস দেন উপাচার্য। তবে আশ্বাস দিলেও কোনও ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীর ভাই।

তিনি বলেন, আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল। এর জন্য আমি কাগজপত্র দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল, বিষয়টি সিন্ডিকেটের অ্যাজেন্ডাভুক্ত করা হয়েছে। কিন্তু এরপর আর কোন খোঁজ পাইনি।

ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স সংস্কার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
দালাল চক্রে দুই হাসপাতালের সাবেক-বর্তমান স্টাফরা
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?