X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগ চালু

কামরুল হাসান শাকিম, নোবিপ্রবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৫১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫
image

দেশে সমুদ্রবিজ্ঞান বিষয়ে পঠন ও গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি এদেশের আর্থ সামাজিক চাহিদা পূরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ওশেনোগ্রাফি’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্প্রতি উপকূলের ক্যামব্রিজ খ্যাত নোবিপ্রবিতে এই বিভাগটি চালুর অনুমোদন দেয়।

গতকাল  ১ ডিসেম্বর উপাচার্যের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ বিভাগে  প্রথমবারের মতো চলতি শিক্ষাবর্ষ (২০১৬-২০১৭) হতে স্নাতক (সম্মান) শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞান অনুষদের অধীনে বি গ্রুপের বিভাগটির আসন সংখ্যা ৩০টি। এছাড়া মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় যথাক্রমে ২ ও ১ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।  

বর্তমান চাকরির বাজারে সম্ভাবনাময় যেসব ক্ষেত্র রয়েছে তার মধ্যে সমুদ্রবিজ্ঞান অন্যতম। এ বিষয়ে পড়শোনা করে দেশি-বিদেশি বিভিন্ন ফিশারিজ কোম্পানি, রিসোর্স ম্যানেজমেন্ট, নৌ বিষয়ক ও সমুদ্রবিষয়ক গবেষণামূলক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে পারবেন ছাত্র-ছাত্রীরা। গতানুগতিক চাকরির বাইরে পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তরের ফিশারিজ শাখা, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতেও এ বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের কাজের সুযোগ তুলনামূলক বেশি। তাছাড়া শিক্ষার্থীরা চাইলে দেশের বাইরেও এ বিষয়ে ক্যারিয়ার গড়তে পারবেন।

নোয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের সুবিশাল সমুদ্র এলাকায় থাকা অঢেল সম্পদ সম্পর্কে জ্ঞান আহরণ করে শিক্ষার্থীরা  দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার স্বার্থে সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারবে। এ লক্ষ্য সামনে রেখে  নোবিপ্রবিতে ওশনাগ্রাফির মতো এমন গুরুত্বপূর্ণ একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। উপাচার্য আরো বলেন, নতুন এ বিভাগ চালুর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশকে সেবা করার সুযোগ পাবে। এ বিভাগের শিক্ষার্থীদের জন্য অন্যান্য দেশগুলোতে  রয়েছে বৃত্তির অফুরন্ত সুযোগ। ভালো ফলাফলধারীদের নরওয়ে, ডেনমার্ক ও ‘ইরাসমাস’ বৃত্তি লাভের সুযোগ রয়েছে। এছাড়াও থাইল্যান্ডের এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি এবং যুক্তরাজ্য, ভিয়েতনাম, সুইডেনসহ বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে এমএস-পিএইচডি করার সুযোগ রয়েছে ওশনাগ্রাফিতে গ্র্যাজুয়েটদের।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত